নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর শুভ অক্ষয় তৃতীয়ার পুন্য তিথিতে মেদিনীপুর শহরের মীরবাজারে অবস্থিত সুপ্রাচীন মীরবাজার শিব শীতলা মন্দির প্রাঙ্গণে অবস্থিত নবকলেবরে সুসজ্জিত মহাদেব বালকেশ্বর বাবার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর শুভ অক্ষয় তৃতীয়ার পুন্য তিথিতে মেদিনীপুর শহরের মীরবাজারে অবস্থিত সুপ্রাচীন মীরবাজার শিব শীতলা মন্দির প্রাঙ্গণে অবস্থিত নবকলেবরে সুসজ্জিত মহাদেব বালকেশ্বর বাবার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই শুভ কার্যক্রমে উপস্থিত থাকবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী তত্ত্ববিদানন্দজী মহারাজ, সত্যব্রত সামন্ত,বিধায়ক সুজয় হাজরা, ড.প্রতাপ নারায়ণ পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও শিব শীতলা দেশ কমিটির অসংখ্য ভক্তবৃন্দের সঙ্গে উপস্থিত থাকবেন গৌতম সরকার, স্বপন সরকার, অর্জুন কুণ্ডু,অসিত মহাপাত্র, বিভাস মুখার্জি, খোকন দত্ত,রবি বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই কার্যক্রমে ভক্ত ও শুভানুধ্যায়ীর অমূল্য দান অথবা মানত সাদরে গৃহীত হবে।দেশ কমিটির সদস্য গণের সাথে যোগাযোগ করে মন্দিরের খাতায় নাম নথিভুক্ত করতে হবে। এই তথ্য গুলি রবিবার এক সাংবাদিক সম্মেলনে মীরবাজার দেশ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিনে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা একান্ত ভাবে প্রার্থনা করা হয়েছে।