Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহাসমারোহে উদযাপিত হলো দুদিনের নববর্ষ উৎসব

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের ৫৯ তম প্রাক হীরক জয়ন্তী বর্ষ নববর্ষ উৎসব পালিত হল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ১৪ ও ১৫ এপ্রিল, প্রথম দিন গণপতি বসু স্মৃতি শিশু অঙ্কন প্রতিযোগিতা এবং নিভা দাস স্মৃতি আবৃত্ত…

 


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের ৫৯ তম প্রাক হীরক জয়ন্তী বর্ষ নববর্ষ উৎসব পালিত হল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ১৪ ও ১৫ এপ্রিল, প্রথম দিন গণপতি বসু স্মৃতি শিশু অঙ্কন প্রতিযোগিতা এবং নিভা দাস স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতা প্রায় ৩ শতাধিক শিশু শিল্পী ৬ টি বিভাগে  অংশগ্রহণ করে।  এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই, সমাজসেবী চন্দন বসু, সংস্থার কার্যকরী সভাপতি প্রণব চক্রবর্তী ও মৃন্ময় দাস প্রমুখ। সমস্ত শিশু শিল্পীদের হাতে সান্তনা পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

দ্বিতীয় দিনে ১লা বৈশাখ সকালে ক্ষুদিরাম বসুর মুর্তির পাদদেশে মশলা প্রজ্বলন করেন সংগঠনের সভাপতি সত্যব্রত দোলই,  সঞ্জিত তোরই ও ডঃ সুব্রত পান এরপর এ সি সি র দৌড়বিদেরা  শহর পরিক্রমা করে মূল অনুষ্ঠান প্রাঙ্গন অরবিন্দ স্টেডিয়ামে প্রবেশ করে সঙ্গে সঙ্গে নববর্ষ উৎসবের মূল মশলা প্রজ্বলন করেন বিধায়ক সুজয় হাজার। সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি। সমবেত সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।সঙ্কল্প বাক্য  পাঠ করান প্রণব চক্রবর্তী মহাশয় এর পর বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব প্রাঙ্গন থেকে শহরের উদ্দেশ্যে যার সূচনা করেন সুজয় বাবু ও সঞ্জিত বাবু। শোভাযাত্রা শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়। এরপর শুরু হয় অনিল কৃষ্ণ দে স্মৃতি শিশু ক্রীড়া প্রতিযোগিতা মোট ৮ বিভাগে ২০০ শতাধিক শিশু অংশগ্রহণ করে। 


বিকেলে সাড়ে চারটার সময় শুরু হয় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক ও ক্রীড়া অনুশীলন এর অভিপ্রদর্শন যার মধ্যে ছিল যোগাসন, জিমন্যাস্টিক, পিরামিড, রিদিমিক যোগাসন প্রভৃতি। যাতে অংশগ্রহণ করে অনিল কৃষ্ণ দে মেমোরিয়াল ট্রেনিং স্কুল, ডি এস এ যোগা ইউনিট, আনিশা স্কুল ফর যোগ কালচার, হীরক শিশু সংঘ, শিশু সংকেত, পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা প্রমুখ সংগঠনের ছাত্রছাত্রীরা ।


ওই সঙ্গে ছিল প্রয়াত প্রাক্তন সভাপতি ডঃ রজনীকান্ত দোলই স্মৃতি দলগত লোকনৃত্য প্রতিযোগিতা যাতে প্রথম হয় নৃত্যভারতী, দ্বিতীয় কিঙ্কিনী ডান্স অ্যাকাডেমি, তৃতীয় সবং এর বীণাপাণি সাংস্কৃতিক বিদ্যালয়। পুরো অনুষ্ঠানটিতে প্রায় ৮০০ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে,সমস্ত প্রতিযোগিতা গুলোর পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ উপরিউক্ত অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা এম কে ডি এ র চ্যেয়ারম্যান দিনেন রায়, ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ , প্রশান্ত কুমার ঘোষ, তারাপদ পাল প্রমুখ। একসাথে সংঘের রাজ্য প্রতিযোগিতায় সফল হওয়া যোগাসন, অঙ্কন ও রবীন্দ্র নৃত্য এর ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আলোক কুমার পাল ও রূপম দাস।