অরুন কুমার সাউ, মেদিনীপুর: গতকাল ৩০ এপ্রিল শুভ অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে নতুন আঙ্গিকে অভিনব ভাবনায় "চারুপ্রভা"- ললিতকলা বিষয়ক বার্ষিক পত্রিকা প্রকাশিত হলো। গুণীজন সমাগমে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে এই পত্রিকা প্রক…
অরুন কুমার সাউ, মেদিনীপুর: গতকাল ৩০ এপ্রিল শুভ অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে নতুন আঙ্গিকে অভিনব ভাবনায় "চারুপ্রভা"- ললিতকলা বিষয়ক বার্ষিক পত্রিকা প্রকাশিত হলো। গুণীজন সমাগমে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে এই পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদিকার ও সহ-সম্পাদিকার দায়িত্বে ছিলেন অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী ও প্রিয়াঙ্কা মাইতি রায়। এদিন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক লক্ষ্মণ কর্মকার, অধ্যাপক বিশ্বরঞ্জন ঘোড়ই, লোকগবেষক ড.মধুপ দে, নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, 'নয়ন' পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী অমিয় পাল, চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা, প্রাবন্ধিক ও সম্পাদক অচিন্ত্য মারিক সহ একরাশ মেদিনীপুরের শিল্পী সমাজের বিশিষ্টজন।
লেখকদের মধ্যে ছিলেন অনেকেই। ছিলেন বাচিক শিল্পী মালবিকা পাল, লেখক ভাস্করব্রত পতি, অরুণ সাউ, নরসিংহ দাস, শুদ্ধসত্ত্ব মান্না, ঈশিতা চট্টোপাধ্যায়, শুভদীপ বসু, দেবিপ্রসাদ ত্রিপাঠী, ড.সুতৃপ্তা মন্ডল, সুতনু ঘোষ, অরিজিৎ মান্না প্রমুখ।এদিন এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহাকে ‘চারুপ্রভা শিল্প সম্মাননা ২০২৫' প্রদান করা হয়।এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্ধার্থ সাঁতরা মহোদয়। পত্রিকাটির প্রচ্ছদ করেছেন মেদিনীপুরের গর্ব শিল্পী প্রশান্ত খাটুয়া। প্রকাশনার দায়িত্বে ছিল মিঠু এন্টারপ্রাইজ।
সম্পাদিকা ড. সোনালী গোস্বামী বলেন, আমরা চেষ্টা করলাম চারুশিল্পের উপর সৃজনশীল লেখনী তুলে ধরতে। প্রথম সংখ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের গবেষক, ললিতকলার বিভিন্ন শাখার ওপর আলো ফেলার চেষ্টা করেন। সংগীত, নৃত্য, বাচিক শিল্প, অভিনয় ও নাট্যকলা, স্থাপত্য ও ভাস্কর্য ইত্যাদি বিষয়ের ওপর ২৮ জন খ্যাতনামা লেখক কলম ধরেছেন। আগামীদিনে আরো ভালো ভালো লেখা এই পত্রিকাকে সমৃদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।"