Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুরস্কৃত হলো গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল

নিজস্ব প্রতিবেদক, খড়গপুর ......সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ১৮ বাংলার উদ্যোগ কলকাতায় আয়োজিত 'শিক্ষা এমিনেন্স-২০২৫' অনুষ্ঠানে  "ইমিনেন্ট বোর্ডিং স্কুল উইথ হোলিস্টিক ডেভেলপমেন্ট" সম্মানে ভূষিত হলো প…


 নিজস্ব প্রতিবেদক, খড়গপুর ......সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ১৮ বাংলার উদ্যোগ কলকাতায় আয়োজিত 'শিক্ষা এমিনেন্স-২০২৫' অনুষ্ঠানে  "ইমিনেন্ট বোর্ডিং স্কুল উইথ হোলিস্টিক ডেভেলপমেন্ট" সম্মানে ভূষিত হলো পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান 'গ্রিফিন্স ইন্টারন্যাশানাল স্কুল "।

স্কুলের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন স্কুলের চেয়ারম্যান অভিষেক কুমার যাদব। বিদ্যালয়ের এই পুরস্কার প্রাপ্তিতে খুশি বিদ্যালয়ের পরিচালক মন্ডলী, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীগণ, অভিভাবকগণ ও শুভানুধ্যায়ীরা। বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি অভিষেক কুমার যাদব ওই দিন "পশ্চিমবাংলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় রাজ্যে ধরে রাখা" বিষয়ক একটি প্যানেল আলোচনা সভায় অংশ নেন।