Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাজিচক বিবেকানন্দ ক্লাবের রক্তদান শিবিরে রক্ত দিলেন ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক, কেশপুর.... দাবদাহের কারণে যখন রক্তের গ্রীষ্মকালীন সংকট শুরু হয়েছে ঠিক তখনই এক মহতী উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার বুধবার হাজিচক বিবেকানন্দ ক্লাব। ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো  এক রক্তদান শিবির।যেখানে অভাব…


নিজস্ব প্রতিবেদক, কেশপুর.... দাবদাহের কারণে যখন রক্তের গ্রীষ্মকালীন সংকট শুরু হয়েছে ঠিক তখনই এক মহতী উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার বুধবার হাজিচক বিবেকানন্দ ক্লাব। ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো  এক রক্তদান শিবির।

যেখানে অভাবনীয় সাড়া মিললো রক্তদাতাদের কাছ থেকে। প্রচণ্ড গরম উপেক্ষা করে ১৬ জন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদাতা এদিনের শিবিরে রক্তদান করেছেন, যা বর্তমান পরিস্থিতিতে,গ্রামীণ এলাকায় আয়োজিত শিবিরে এক অত্যন্ত প্রশংসনীয় দৃষ্টান্ত।


মোট রক্তদাতার মধ্যে ২৯ জনই ছিলেন নতুন রক্তদাতা, যা রক্তদান আন্দোলনের প্রসারে এক ইতিবাচক বার্তা বহন করছে। এই নতুন রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সামাজিক দায়বদ্ধতা পালনে যুবসমাজ এগিয়ে আসছে। ক্লাবের সভাপতি সুশান্ত জানা এবং সম্পাদক উত্তম সাউ সফল ও সুষ্ঠু ভাবে শিবির শেষ হবার জন্য রক্তদাতা সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে এই চরম গরমেও এত মানুষ রক্তদানে এগিয়ে এসেছেন। রক্তের অভাবে যাতে কোনো জীবনহানি না ঘটে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এই ধরনের জনহিতকর কাজ চালিয়ে যাব।"

এই সফল আয়োজনে কেশপুর ব্লক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি লিয়াকত আলি এবং তার ইউনিটের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহায়তার ফলেই এই মহতী রক্তদান শিবির সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। লিয়াকত বাবু বলেন, "হাজিচক বিবেকানন্দ ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সবসময় এমন মহৎ কাজে পাশে থাকতে প্রস্তুত।"


এই রক্তদান শিবির শুধু রক্তের সংকট মেটাতেই সাহায্য করবে না, বরং সমাজের অন্যান্যদেরও রক্তদানে উৎসাহিত করবে। হাজিচক বিবেকানন্দ ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে এক আশার আলো দেখিয়েছে।