নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর : ভাস্কর রামকিঙ্কর বেইজ এর ১২০ তম জন্মদিন বেশ অভিনবভাবে পালিত হল মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে। তরুণ চিত্রশিল্পী সুনীতি কুমার ঘোড়ই এই চায়ের আড্ডায় নিয়মিত আসেন। এক বন্ধ দোকানের টিনের অমসৃণ দরজাকে ক্য…
এই মহতী উদ্যোগ সফল করতে সবাই সহমত হলে শিল্পী রামকিঙ্কর বেইজের জন্মদিন পালন করা হয়। শহরের বিশিষ্ট চিত্রশিল্পী রবি দে এই আবক্ষ ছবির উদ্বোধন করেন। শহরের এগারো জন চিত্রশিল্পীকে ঐদিন উত্তরীয় ও রামকিঙ্কর বেইজের ছবি স্মারক হিসেবে দিয়ে সংবর্ধনা জানানো হয়। রামকিঙ্করের শিল্প প্রতিভা নিয়ে স্মৃতিচারণমূলক মনোজ্ঞ আলোচনায় অংশ নেন একাধিক শিল্পী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, অধ্যাপক প্রমুখ।
দাবী ওঠে শহরে রামকিঙ্কর ও জেলার বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্মের একটি সংগ্ৰহশালা নির্মাণের। সিদ্ধান্ত হয় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে। ঐতিহাসিক মেদিনীপুর শহরের নাগরিক সমাজসহ পথচলতি মানুষ এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সমগ্ৰ অনুষ্ঠানটিতে পৌরোহিত্য করেন শিল্পী রবি দে।
উপস্থিত ছিলেন রামকিঙ্কর বেইজের দৌহিত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষাকর্মী মানস পরামানিক, বিশিষ্ট প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, ড. প্রসূনকুমার পড়িয়া, সুমন রায়, প্রলয়কান্তি সাঁতরা ও বিশিষ্ট শিক্ষক অরুণাংশু দে, অনুপম রায়, সাংস্কৃতিক কর্মী রাজু দাস,সমাজকর্মী সত্যজিৎ বর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকরুদ্দিন মল্লিক।