গ্রীষ্মকালীন রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলেন আইনজীবীরা। বুধবার মেদিনীপুর বার এসোসিয়েশন উদ্যোগে মেদিনীপুর জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত একটি বড় আকারের রক্তদান শিবির। শিবিরে রক্ত দিলেন ১৬০ জন রক্তদাতা।
মহিলা রক্তদাতাদের উ…
গ্রীষ্মকালীন রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলেন আইনজীবীরা। বুধবার মেদিনীপুর বার এসোসিয়েশন উদ্যোগে মেদিনীপুর জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত একটি বড় আকারের রক্তদান শিবির। শিবিরে রক্ত দিলেন ১৬০ জন রক্তদাতা।
মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।এই শিবির আয়োজনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ল ক্লার্কদের চারটি সংগঠন।
শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা জজ সঞ্জয় কুমার দাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি,সিএমওএইচ ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, বিধায়ক সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়,পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
উপস্থিত ছিলেন একাধিক এডিশনাল জজ। ছিলেন অসীম ধর সহ ব্লাড ডোনার্স ফোরামের অন্যান্য কর্মকর্তাগণ।বার এসোসিয়েশন পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অলক মন্ডল, সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরি।শিবিরে তরুণ আইনজীবীদের পাশাপাশি অভীজ্ঞ আইনজীবীরাও রক্তদান করেন।
গৌতম মল্লিক,শক্তিপদ দাস অধিকারী, তীর্থঙ্কর ভকত, অনুপ মিশ্র, অরিন্দম নন্দ, সুব্রত দাস,দেবীদাস মহাপাত্র ,কৌশিক দে, অরিন্দম দাস,অঙ্কুর কর্মকার, শর্মিষ্ঠা দাস, বিশ্বনাথ ঘোষ,অনুপ ভার্মা প্রমুখ আইনজীবী গণ সহ অন্যান্য আইনজীবীদের পরিচালনায় শিবিরটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় বার এসোসিয়েশন পক্ষে থেকে সমস্ত রক্তদাতাদের, অতিথিদের,সহযোগীদের সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।