Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতার জন্য গঠিত বাংলা দলে সুযোগ পেলেন মেদিনীপুরের পাঁচজন.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : কিছুদিনের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার জন্য গঠিত হয়েছে বাংলা দল। এই দলে সুযোগ পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের পাঁচজন।দলে সুযোগ …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : কিছুদিনের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার জন্য গঠিত হয়েছে বাংলা দল। এই দলে সুযোগ পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের পাঁচজন।দলে সুযোগ পেয়েছেন সোমরাজ পান্ডে,প্রীতম ঘোষ, জীতিশা সামন্ত, জীতিকা সামন্ত ও সারনা সোরেন। পশ্চিম মেদিনীপুর থেকে পাঁচ জন খেলোয়াড় সুযোগ পাওয়ায়  খুশি তাদের কোচ ও ক্যারাটে কর্তৃপক্ষ ।

পশ্চিম মেদিনীপুর ক্যারাটে এসোসিয়েশনের  সম্পাদক সিহান রাসবিহারী পাল খেলোয়াড় ও কোচদের  অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্যরাটে এসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হ্যান্সি প্রেমজিৎ সেন  এবং সাধারণ সম্পাদক হ্যান্সি জয়দেব মন্ডলকে ধন্যবাদ জানিয়েছেন সবসময় তাঁদের পাশে থেকে উৎসাহিত করার জন্য। রাসবিহারী বাবু আশাবাদী বাংলা দল ভালো ফল করবে।