দেবাঞ্জন দাস : ভেষজ উদ্ভিদ চাষ এবং তার ব্যবহারের প্রসার নিয়ে নতুন দিল্লিতে কৃষি, স্বাস্থ্য ও আয়ুষ মন্ত্রকের সচিবদের যৌথ পৌরোহিত্যে বৈঠক হল। সেখানে কৃষি, আয়ুষ, খাদ্য প্রক্রিয়াকরণ, ন্যাশনাল প্ল্যান্ট মেডিসিন্যাল বোর্ড (এনপিএমবি), ব…
দেবাঞ্জন দাস : ভেষজ উদ্ভিদ চাষ এবং তার ব্যবহারের প্রসার নিয়ে নতুন দিল্লিতে কৃষি, স্বাস্থ্য ও আয়ুষ মন্ত্রকের সচিবদের যৌথ পৌরোহিত্যে বৈঠক হল। সেখানে কৃষি, আয়ুষ, খাদ্য প্রক্রিয়াকরণ, ন্যাশনাল প্ল্যান্ট মেডিসিন্যাল বোর্ড (এনপিএমবি), বিভিন্ন রাজ্যের বাগিচা ও ভেষজ উদ্ভিদ বোর্ড, কৃষক এবং ভেষজ উদ্ভিদ উৎপাদন ক্ষেত্রের বেসরকারি সংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সচিব দেবেশ চতুর্বেদী বলেন, দেশে ভেষজ উদ্ভিদ চাষের এবং আন্তঃরাজ্য বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে প্রভূত সম্ভাবনা রয়েছে। বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট মন্ত্রক এবং সংস্থাগুলির সমন্বয় জরুরী। এই ধরনের উদ্ভিদ চাষের ক্ষেত্রে দক্ষ পদ্ধতি অবলম্বনের ওপর জোর দেন তিনি।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, আয়ুষ ক্ষেত্রে উৎপাদন বিগত ১০ বছরে আট গুণ বেড়েছে। কোভিড অতিমারীর পর এই ধরনের পণ্যের চাহিদাও বেড়েছে অনেকখানি।
বৈঠকে অঞ্চল ভিত্তিক ভেষজ উদ্ভিদ কেন্দ্র, কৃষক ও শিল্প মহলের অংশীদারিত্ব, বিপণন এবং গবেষণার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকের শেষে বাগিচা দপ্তরের যুগ্ম সচিব প্রিয় রঞ্জন কৃষকদের এই ধরনের চাষে উৎসাহী করে তুলতে নীতিগত ও আর্থিক সহায়তার গুরুত্বের উল্লেখ করেন।