নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... বিশেষ পরিস্থিতিতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকা পূর্ব ঘোষিত সাধারণ ধর্মঘটের দিন পরিবর্তিত হয়ে ৯ই জুলাই হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিকেলে সভা করলো বামপন্থী শ্রমিক-কর্মচারী- শিক্…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... বিশেষ পরিস্থিতিতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকা পূর্ব ঘোষিত সাধারণ ধর্মঘটের দিন পরিবর্তিত হয়ে ৯ই জুলাই হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিকেলে সভা করলো বামপন্থী শ্রমিক-কর্মচারী- শিক্ষকদের সংগঠন ১২ ই জুলাই কমিটি। শহরের কর্মচারী ভবন প্রাঙ্গণে আহুত এই সভা উপস্থিত ছিলেন গঙ্গাধর বর্মন,স্বপন বারিক,অশোক ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।যে দাবি গুলোর সমর্থনে এই ধর্মঘট অনুষ্ঠিত হবে বক্তারা তার সপক্ষে বক্তব্য পেশ করে।
শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ব সংস্থার বেসরকারীকরণ বন্ধ,এন পি এস / ইউ
পি এস বাতিল করে ও পি এস চালু ,বকেয়া মহার্ঘভাতা প্রদান, কর্মচারীদের ছুটি বাতিল করার স্বৈরাচারী সিদ্ধান্ত প্রত্যাহার,দূর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে,
ন্যায় বিচারের দাবিতে, সন্ত্রাসবাদ দমন, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবী সহ আরও বিভিন্ন দাবিতে এবারের ধর্মঘট অনুষ্ঠিত হবে।
সভার শুরুতে কাশ্মীরে নিহত নাগরিকবৃন্দের স্মৃতিতে শহীদ জওয়ানদের স্মৃতিতে এবং কর্মচারী আন্দোলনের নেতা প্রয়াত দেবাশীষ চ্যাটার্জি'র স্মৃতিতে নীরবতা পালন করা হয়। বক্তারা চাকুরীহারা যোগ্য শিক্ষক -শিক্ষাকর্মীদের আন্দোলনের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেন এবং শিক্ষক আন্দোলনে পুলিশি নির্যাতনের তীব্র সমালোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন দিলীপ সাউ।