নিজস্ব প্রতিবেদক, খড়গপুর .... সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার বাখরাবাদ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ওয়েষ্ট বেঙ্গল এম আর ডিলার্স এসোসিয়েশন খড়গপুর মহকুমার সপ্তদশ মহকুমা সম্মেলন।প্রয়াত অজিত সামন্তর স্মৃ…
নিজস্ব প্রতিবেদক, খড়গপুর .... সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার বাখরাবাদ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ওয়েষ্ট বেঙ্গল এম আর ডিলার্স এসোসিয়েশন খড়গপুর মহকুমার সপ্তদশ মহকুমা সম্মেলন।প্রয়াত অজিত সামন্তর স্মৃতিতে তাঁর নামাঙ্কিত মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সন্তোষ চক্রবর্তী,পথিক মল্লিক,বিধান মন্ডল ,অমিয় মাইতি,ফজলু আলম, সুকুমার রাউল,মায়া বেরা, সুকুমার ঘোষ, রঘুনাথ চ্যাটার্জী , রঞ্জিত দে, ভাস্কর দাস প্রমুখ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। সংগঠনের কাজকর্মের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়। শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন।সংগঠনের খড়গপুর-১ নং ব্লকের সম্পাদক তারকানাথ ঘোষ জানান সম্মেলন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।