নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... সিপিআইএম ও বিভিন্ন বামপন্থী দলসমূহের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো দার্শনিক কার্ল মার্কসের ২০৮ তম জন্মদিন। এদিন সকালে মীরবাজারে সিপিআইএম এর জেলা দপ্তরে দলীয় পতাকা উত্তোলন,ম…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... সিপিআইএম ও বিভিন্ন বামপন্থী দলসমূহের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো দার্শনিক কার্ল মার্কসের ২০৮ তম জন্মদিন। এদিন সকালে মীরবাজারে সিপিআইএম এর জেলা দপ্তরে দলীয় পতাকা উত্তোলন,মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।'মার্কস ও আজকের প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা করেন সুকুমার আচার্য, সম্মেলনে সিদ্ধান্ত সমুহ নিয়ে রাজ্য পার্টি চিঠি ও জেলা পার্টি চিঠি ব্যাখ্যা করে আলোচনা করেন জেলা সম্পাদক বিজয় পাল। সভা পরিচালনা করেন তাপস সিনহা। এদিন মেদিনীপুর শহরে সিপিআইএমের দুটি এরিয়া কমিটি এবং জেলা বিভন্ন প্রান্তে অবস্থিত অফিস গুলিতে শ্রদ্ধা জানানো হয় মার্কসকে।
মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে সকালে মাল্যদান ও সন্ধ্যায় আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সকালে মেদিনীপুর শহরের স্টেশন রোড়ে অবস্থিত কার্ল মার্কসের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় জেলার বামপন্থী দল সমূহ ও কার্ল মার্কস মূর্তি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। মার্কসের মূর্তির পাদদেশে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন দুই জেলা সম্পাদক দীপক সরকার,তরুন রায়, আর এস পি নেতৃত্ব জয়ন্ত পাত্র, ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব আনোয়ার রেজা, সুকুমার সিং, সিপিআইএম এল নেতা শৈলেন মাইতি, সিপিআইএম নেতৃত্ব কমল ঘোষ, রুবি রায়, নন্দ সাঁতরা সহ অন্যান্য বাম নেতৃত্ব।সভায় সভাপতিত্ব করেন মূর্তি সংরক্ষণ কমিটির সম্পাদক কীর্তি দে বক্সী। পাশাপাশি এদিন সিপিআইএমের উদ্যোগে বিভিন্ন স্থানে অলচিকি হরফের সৃষ্টিকর্তা পন্ডিত রঘুনাথ মুরমুর জন্মদিন পালন করা হয়।