Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দারিদ্র্যকে দূরে ঠেলে নজরকাড়া ফল করলো রাজমিস্ত্রির ছেলে মেহেরাজ, স্বপ্ন পূরণে বাধা আর্থিক অনটন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... বাড়ির আর্থিক অনটনকে দূরে ঠেলে এবারের মাধ্যমিকে নজরকাড়া ফল করলো মেদিনীপুর সদর ব্লকের রামনগর গ্রামের বাসিন্দা মহম্মদ মেহেরাজ খাঁন।অংকে ১০০ সহ মোট ৬৫৮ মার্কস পেয়েছে মেহেরাজ। মেহেরাজ বাংলায় ৯৫, ভ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... বাড়ির আর্থিক অনটনকে দূরে ঠেলে এবারের মাধ্যমিকে নজরকাড়া ফল করলো মেদিনীপুর সদর ব্লকের রামনগর গ্রামের বাসিন্দা মহম্মদ মেহেরাজ খাঁন।অংকে ১০০ সহ মোট ৬৫৮ মার্কস পেয়েছে মেহেরাজ। মেহেরাজ বাংলায় ৯৫, ভৌত বিজ্ঞানে ৯৯,ইংরেজিতে ৯৪, ইতিহাস ৯৭,জীবন বিজ্ঞানে ৯৩ এবং ভূগোলে ৮০ পেয়েছে। ভূগোলের মার্কস নিয়ে সন্তুষ্ট নয় মেহেরাজ। এই বিষয়ে সে পিপিএস করবে। 

মেহেরাজের বাবা মহম্মদ জাবের খাঁন রাজ মিস্ত্রীর কাজ করেন।মা জ্যোৎস্নানারা বিবি একজন গৃহবধূ। মেহেরাজ অষ্টম শ্রেণী পর্যন্ত বাড়ির কাছের চুয়াডাঙ্গা হাইস্কুলে পড়তো। নবম শ্রেণীতে জাবের বাবু ছেলে ধর্মার আল আমিন মিশনে নিয়ে যান।সেখান থেকেই শাঁকপুর বরখানিয়া হাইস্কুল মাধ্যমে এবারে মাধ্যমিক পরীক্ষার বসেছিল মেহেরাজ। মেহেরাজের ভাই মহম্মদ সোহায়েব খাঁনও ভালো ছাত্র সেও এই বছর অষ্টম শ্রেণীতে চুয়াডাঙ্গা হাইস্কুল থেকে স্থানান্তরিত হয়ে আল আমিন মিশনে ভর্তি হয়েছে। 

মেহেরাজ বর্তমানে হাওড়ার খালিসানীতে আল আমিন মিশনের ব্রিলিয়ান্ট একাডেমীতে রয়েছে। নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হতে চায় মেহেরাজ। কঠোর পরিশ্রম করে অভাব অনটনের মধ্যে দুই ছেলের পড়াশোনার খরচ চালাতে হিমসিম খাচ্ছেন জাবের খাঁন।দুই ছেলের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষানুরাগী সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা জাবের বাবুদের একান্ত প্রয়োজন। গ্রামের ছেলের নজরকাড়া সাফল্যে গোটা রামনগর গ্রাম সহ গোটা এলাকাবাসী খুশি।মেহেরাজের এই সাফল্যে ওর বর্তমান স্কুল যেমন খুশি তেমনি খুশি ওর পুরানো স্কুল চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

মেহেরাজের এই সাফল্যে খুশি রামনগর গ্রামের বাসিন্দা, এগারো গ্রাম মুসলিম সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সব্যসাচী মন্ডল,পঞ্চায়েত সদস্য আক্তারুল খান সহ গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। মেহেরাজের পুরানো স্কুল, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন, মেহেরাজের এই সাফল্যে গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের অনুপ্রানিত করবে।সহযোগিতার হাত বাড়তে চাইলে এই নং গুলোতে যোগাযোগ করুন- ৯৯৩৩০৩০১৮৮/         ৯৫৪৭০৪২৪৫২।