Page Nav

HIDE

Post/Page

July 10, 2025

Weather Location

Breaking News:

শিলদা কলেজে একদিনের আলোচনা সভা

নিজস্ব সংবদদাতা: শিলদা,ঝাড়গ্রাম.... ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক দিবসীয় রাজ্য স্তরীয় সেমিনাlর। এই সেমিনারের বিষয়  "Informal Environmental Education in Ancient Indian Knowledge System&quo…


নিজস্ব সংবদদাতা: শিলদা,ঝাড়গ্রাম.... ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক দিবসীয় রাজ্য স্তরীয় সেমিনাlর। এই সেমিনারের বিষয়  "Informal Environmental Education in Ancient Indian Knowledge System" "প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরায় প্রথাবহির্ভূত পরিবেশ শিক্ষা"-এই বিষয়ে বক্তব্য রাখেন সিধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার চক্রবর্তী।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড .সুশান্ত কুমার দলুই, উপাধ্যক্ষা ড . সুজাতা তেওয়ারি এবং মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকাগণ । সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইংরাজি বিভাগের অধ্যাপিকা অনামিকা মাজি।রাজ্যস্তরের এই আলোচনা সভাতে প্রায় আড়াইশো  ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।