Page Nav

HIDE

Post/Page

July 21, 2025

Weather Location

Breaking News:

জাতীয় স্তরে সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা সাইবার এজেন্সির মহড়া

ওয়েব ডেস্ক; ১৭ জুন : প্রতিরক্ষা সাইবার এজেন্সি ১৬ জুন  থেকে ‘সাইবার সুরক্ষা’ শীর্ষক সার্বিক সাইবার নিরাপত্তা মহড়া শুরু করে। হেড কোয়ার্টারস ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে মহড়াটি শেষ হয় ২৭ জুন। জাতীয় স্তরে সাইবার নিরা…


ওয়েব ডেস্ক; ১৭ জুন : প্রতিরক্ষা সাইবার এজেন্সি ১৬ জুন  থেকে ‘সাইবার সুরক্ষা’ শীর্ষক সার্বিক সাইবার নিরাপত্তা মহড়া শুরু করে। হেড কোয়ার্টারস ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে মহড়াটি শেষ হয় ২৭ জুন। জাতীয় স্তরে সাইবার নিরাপত্তা আরও জোরদার করে তোলার লক্ষ্যে এই মহড়ায় বিশেষ প্রশিক্ষণ, মূল্যায়ন ও নেতৃত্বদানের ব্যবস্থা করা হয়। প্রতিরক্ষা সংক্রান্ত জাতীয় স্তরের বিভিন্ন এজেন্সি ও সংশ্লিষ্ট নানা পক্ষের শতাধিক অংশগ্রহণকারী মহড়ায় যোগ দেন। 


মহড়ায় বাস্তব সাইবার হুমকির মোকাবিলা, সুরক্ষিত কার্যপদ্ধতি অনুসরণের প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের সাইবার সংক্রান্ত বিশ্লেষণ ও প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করে দেখা হয়। নেতৃত্বদানের বিষয়টি তুলে ধরতে মুখ্য তথ্য নিরাপত্তা আধিকারিকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট বক্তারা সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানের বিষয়ে নানা দিক তুলে ধরেন। 

মহড়ায় সুনির্দিষ্ট পদ্ধতিতে শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন বাস্তবভিত্তিক চ্যালেঞ্জিং পরিবেশের সৃষ্টি করায় অংশগ্রহণকারীরা সাইবার হুমকির মোকাবিলা কীভাবে করতে হয় তার জ্ঞান অর্জন করেন। সমস্ত স্তরে সাইবার নিরাপত্তার প্রস্তুতি বজায় রাখতে এবং ‘নিরাপত্তা প্রথম’ সংস্কৃতি গড়ে তুলতে প্রতিরক্ষা সাইবার এজেন্সী নিয়মিতভাবে এই ধরনের মহড়া আয়োজনের পরিকল্পনা করেছে।