নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরসোমবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতিভবনে এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেবরায় একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন ক…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
সোমবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতিভবনে এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেবরায় একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই দুটি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতিভবনে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্যের সেচ মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া, ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ তৃণমূল কংগ্রেসের বিধায়কগণ ও নেতা ও কর্মীরা। ওই সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রক্ত বক্সী দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন। তাই দলের নেতা ও কর্মীদের দলের নির্দেশ মেনে চলতে হবে। দল বিরোধী কাজ করলে দল কাউকে রেয়াদ করবে না বলেও তিনি সরাসরি জানান।
তাই তিনি দলের নেতাও কর্মীদের বলেন ২১ শে জুলাই কোলকাতার ধর্মতলার যে ঐতিহাসিক শহীদ স্মরণসভা সেই সভাকে সফল করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে মিছিল প্রচার করতে হবে এবং সুশৃঙ্খলভাবে ওই সভায় সকলকে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। মেদিনীপুরের সভা শেষ করে তিনি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ডেবরায় একুশে জুলাই এর প্রস্তুতি সভায় যোগদান করেন। ডেবরার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া ও রাজ্যের পঞ্চায়েত দফতরে প্রতিমন্ত্রী শিউলি সাহা , ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ আরো অনেকে।
ওই সময় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একই কথা বলেন । তিনি সকলকে শান্তিপূর্ণভাবে সুশৃংখল ভাবে দলের নির্দেশ মেনে কোলকাতার ধর্মতলায় একুশে জুলাই শহীদ স্মরণসভায় দলের নেতা ও কর্মীদের যাওয়ার জন্য আহ্বান জানান ।