Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে AIDSO'র পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান

অরুণ কুমার সাউ, তমলুক : যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি, সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, রাজ্যের ৮০২৭ টি সরকারি স্কুল বন্ধের ষড়যন্…


অরুণ কুমার সাউ, তমলুক : যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি, সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, রাজ্যের ৮০২৭ টি সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল, একাদশ দ্বাদশে সেমিস্টার প্রথা বাতিল, স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স বাতিল, জেলার স্কুলগুলোতে এবং জেলার মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি,  শিক্ষাঙ্গনে ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ সরকারি শিক্ষা বাঁচানোর নানান দারিতে পূর্ব মেদিনীপুর জেলার  বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান সফল করলো ছাত্র সংগঠন AIDSO।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র প্রতিনিধিরা নিজেদের শিক্ষার দাবীতে শ্লোগান তোলে এবং জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের প্রতিবাদী সুসজ্জিত মিছিল তমলুকের মানিকতলায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে পৌঁছায়।

মানিকতলা মোড়ে ছাত্রছাত্রীদের নিয়ে ১০ মিনিটের অবরোধ কর্মসূচি সংগঠিত হয়। সেখান থেকে একটি চার সদস্যের প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সঙ্গে দেখা করে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন। আজকের কর্মসূচিতে উপস্থিত AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তনুশ্রী বেজ বলেন, "সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে ছাত্র সংগঠন AIDSO' র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহবানে সারা রাজ্যব্যাপী "প্রশাসনিক দপ্তর অচল করো" কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান কর্মসূচি হয় ।

গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ , বিজ্ঞানভিত্তিক শিক্ষার দাবিতে এবং সরকারি শিক্ষার রক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন চলবে যতদিন না দাবি আদায় হয়। আমরা আমাদের দাবি জানিয়েছি। এই দাবিগুলো না মানলে আমরা আরো বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলবো।" আজকের এই মিছিলে নেতৃত্ব দেন AIDSO' র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সুদর্শন মান্না, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সি, জেলা সভাপতি শুভজিৎ অধিকারী সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ ।