নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত শাখা সভায় ঘরোয়া ভাবে পালিত হলো জাতীয় চিকিৎসক দিবস। ডাঃ বিধ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত শাখা সভায় ঘরোয়া ভাবে পালিত হলো জাতীয় চিকিৎসক দিবস। ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ডাঃ রায়কে স্মরণ করা হয়। পাশাপাশি এদিন সংগঠনের কেশপুর আঞ্চলিক শাখার সম্পাদক বিশিষ্ট শিক্ষক তথা বিশিষ্ট চিকিৎসক বিষ্ণুপদ দে কে পুষ্পস্তবক ও কলম দিয়ে চিকিৎসক হিসেবে সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জগন্নাথ খান, সদর মহকুমা সভাপতি সুরেশ পড়িয়া, সম্পাদক শ্যামল ঘোষ, জেলা নেতৃত্ব সবিতা মান্না, দিলীপ সাউ,অরূপ মাইতি, মহকুম নেতৃত্ব বসুধা মজুমদার প্রমুখ।
উপস্থিত ছিলেন গ্রামীণ আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া, সম্পাদক গৌরী শংকর সাহু সহ অন্যান্য সদস্য-সদস্যখগণ। উপস্থিত ছিলেন মিলন বটব্যাল,আক্রামুল আলম, ড.কুলদীপ রায় চৌধুরী , সুব্রত পাত্র প্রমুখ।বিষ্ণু বাবুকে অনুরোধ করা হয় সপ্তাহের নির্ধারিত যেকোনো একটা দিন জেলা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য।তিনি সাগ্রহে সেই প্রস্তাবে রাজি হয়েছেন এবং আগামী সেপ্টেম্বর মাস নাগাদ এই পরিষেবা শুরু করতে চান বলে জানিয়েছেন। পাশাপাশি এদিনের সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয় আগামী ২০ শে জুলাই আঞ্চলিক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আগামী ৩১ শে আগষ্ট শাখার ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হবে।