Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাসপুরের গৌরা সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরপশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির বয়স প্রায় ৫৫ বছর। ওই সমবায় সমিতির দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে বামেরা। গত ১৭ ও ১৮ই জুন ওই সমবায় সমিতির পরিচালক কমিটির ন…


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির বয়স প্রায় ৫৫ বছর। ওই সমবায় সমিতির দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে বামেরা। গত ১৭ ও ১৮ই জুন ওই সমবায় সমিতির পরিচালক কমিটির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয়। মোট ৫৩ টি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়নি। 

এরপর সমবায় মঞ্চের পক্ষ থেকে তাদেরকে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিতে দেয়নি বলে কোলকাতা হাইকোর্ট এর দ্বারস্থ হয়। যদিও কোলকাতা হাইকোর্টের রায় এখনো হয়নি। এর ফলে গৌরা সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির গ্রাহকরা তাদের জমা রাখা টাকা তুলতে শুরু করে । গত ১০ দিনে গ্রাহকরা প্রায় ২ কোটি টাকা ওই সমবায় সমিতি থেকে তুলে নিয়েছেন। এভাবেই প্রতিদিন টাকা তোলার জন্য ওই সমবায় সমিতিতে যাচ্ছেন গ্রাহকরা। ওই সমবায় সমিতির ম্যানেজার সৈকত জানা বলেন এরপরে সমবায় সমিতির অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়বে। বর্তমান ওই সমবায় সমিতির সম্পাদক গণেশ সামন্ত বলেন আমরা সমবায় মঞ্চের পক্ষ থেকে আদালতে মামলা করেছি, এখনো নিষ্পত্তি হয়নি ।


গ্রাহকদের মনে হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালক কমিটির ক্ষমতায় এলে তাদের টাকা গচ্ছিত থাকবে না।তাই তারা টাকা তুলে নিচ্ছে। যার ফলে ওই সমবায় সমিতি থেকে টাকা তোলার হিড়িক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কৌশিক কুলভী বলেন যারা ক্ষমতায় আসে তারা সমবায় আইন ও নিয়ম মেনে সমবায় চালায়, আসলে সমবায় মঞ্চের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষকে ভুল বুঝানো হয়েছে , তাই তারা সমবায় সমিততে গিয়ে টাকা তুলছেন। সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৫৩ টি আসনের জন্য ৫৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ওদের কেউ নেই তো মনোনয়নপত্র দাখিল করবে কে ? তার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ওরা আদালতে গিয়েছে।