নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর .....কাউন্সিল ফর দ্য ইণ্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-এর উদ্যোগে জোনাল যোগাসন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হল শহরের ইংরেজি মাধ্যম স্কুল রয়্যাল অ্যাকাডেমিতে।
সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র ক্যাটেগরিতে …
নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর .....কাউন্সিল ফর দ্য ইণ্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-এর উদ্যোগে জোনাল যোগাসন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হল শহরের ইংরেজি মাধ্যম স্কুল রয়্যাল অ্যাকাডেমিতে।
সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র ক্যাটেগরিতে গ্রুপ, আর্টিস্টিক ও রিদমিক বিভাগে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার সি.আই.এস.সি.ই. অনুমোদিত ৮ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই এবং জাতীয় যোগা বিচারক আলোক কুমার পাল।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন শৈবাল চন্দ্র মণ্ডল (জাতীয় যোগা চ্যাম্পিয়ন ও বিচারক), সোমা পাল (জাতীয় যোগা চ্যাম্পিয়ন ও বিচারক), ড. রেবতীরঞ্জন গোস্বামী (জাতীয় যোগা বিচারক ও কোচ), গীতা দাস সরকার (জাতীয় যোগা বিচারক), প্রশান্ত কুমার ঘোষ (জেলা যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক), মালবিকা দে, রঞ্জিত দে, টোটন রায়, শান্তিরঞ্জন পাল, চন্দন শাহ প্রমুখ।
প্রতিযোগিতার শেষে সফল ছাত্র-ছাত্রীদের শংসাপত্র ও মেডাল দিয়ে পুরস্কৃত করেন অধ্যক্ষ সত্যব্রত দোলই, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই, অরিজিৎ কুমার সাহু, শমিক সিংহ, সংহিতা মণ্ডল, তনুশ্রী সাহা সহ রয়্যাল অ্যাকাডেমির অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুস্মিতা ঘোষ। অধ্যক্ষ জানান যে প্রতি বিভাগের সফল ছাত্র-ছাত্রীরা রাজ্যস্তরের রিজিওনাল যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।