Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে প্রয়াণ দিবসে বিদ্যাসাগর স্মরণ..

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগ মঙ্গলবার সকালে মহান সমাজ সংস্কারক, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হলো।   এদিন …

 


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগ মঙ্গলবার সকালে মহান সমাজ সংস্কারক, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হলো।

   এদিন সকাল সাতটার সময় মেদিনীপুর শহরের ওল্ড এল আই সি মোড়ে অবস্থিত পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সদস্য অধ্যাপক ডঃ সুরেশ চন্দ্র দাস, বর্ষীয়ান সদস্য উত্তম কুমার রায়,ইউনিট সম্পাদক তারাপদ বারিক , কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম-সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, সহ-সভাপতিদ্বয় সবিতা মান্না ও শঙ্কর চন্দ্র সেন, দুই সহ-সম্পাদক সুদীপ কুমার খাঁড়া ও দেবজিৎ জানা, কার্যনির্বাহী কমিটির সদস্য ভরত কুমার রায়, ইউনিট সদস্য অক্ষয় খাঁন, ইউনিটে সহকারী কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্মরণ সমিতির সদস্যগণ।