Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশু অধিকার রক্ষায় কর্মশালা: পকসো, বাল্যবিবাহ, শিশুশ্রম ও পাচার রোধে সচেতনতার বার্তা কেশপুরে

নিজস্ব সংবাদদাতা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর .... শিশু অধিকার রক্ষা, বিশেষ করে পকসো আইন, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেশপুর ব্লকে অডিটোরিয়াম হলে একটি ব্লক-স্তরের কর্মশালা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ…


নিজস্ব সংবাদদাতা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর .... শিশু অধিকার রক্ষা, বিশেষ করে পকসো আইন, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেশপুর ব্লকে অডিটোরিয়াম হলে একটি ব্লক-স্তরের কর্মশালা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগ এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি আনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস, পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক  কেম্পা হোনাইয়া, পশ্চিম মেদিনীপুর সমাজকল্যাণ আধিকারিক শমিতা ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ কুমার দাস, শিশু সুরক্ষা অফিসার পীযূষ কান্তি রথ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, কেশপুরের বিডিও কৌশিক রায়, জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই এবং কেশপুর সমাজকল্যাণ আধিকারিক পিয়ালী কুইলা প্রমুখ।

চেয়ারপার্সন তুলিকা দাস তাঁর বক্তব্যে শিশুদের ওপর ক্রমবর্ধমান অপরাধ এবং তাদের অধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরেন। পকসো আইনের গুরুত্ব, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুশ্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা এবং মানব পাচার রোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি বিশেষভাবে জোর দেন।

কর্মশালায় উপস্থিত অন্যান্য বক্তারাও শিশুদের অধিকার সুরক্ষায় তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। স্থানীয় প্রশাসন, পুলিশ, শিক্ষক, সমাজকর্মী এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা সকলেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব স্বীকার করেন এবং সমাজে শিশুদের অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বাস্তব সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।



পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মশালা শিশুদের প্রতি অপরাধ দমনে এবং তাদের সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই কর্মশালাটির মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষকে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশিকা প্রদান করা হয়।