বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সন্ধ্যায় ডা: বিধান চন্দ্র রায়ের ১৪৪ তম জন্মদিন ও ৬৪ তম মৃত্যুদিন পালিত হল । সেই সাথে…
বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সন্ধ্যায় ডা: বিধান চন্দ্র রায়ের ১৪৪ তম জন্মদিন ও ৬৪ তম মৃত্যুদিন পালিত হল । সেই সাথে পালিত হল লায়ন্স ইন্টারন্যাশনাল ৩২২ সি ১ জেলার প্রতিষ্ঠা দিবস। এছাড়া এই দিনটি স্মরণে ছিল চাইল্ড ক্যানসার বিষয়ে সচেতনতা শিবির। অনুষ্ঠানের আয়োজক ছিল লায়ন্স ক্লাব অব মেছেদা। ডা: বিধানচন্দ্র রায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষা ব্রতী সুকুমার মাইতি, ডা: বারীন মন্ডল, ডা: শিশির মন্ডল, ডা: মানস মাইতি প্রমুখ। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি ১ প্রতিষ্ঠা র ইতিহাস তুলে ধরেন মনোজ দে, ও অশোক কুমার মন্ডল। চাইল্ড ক্যানসার সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডা : প্রবীর কুমার ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: মৃনাল প্রসাদ পাল, ডা: বিকাশ মাইতি সহ শতাধিক লায়ন পরিবার। সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্য করেন লায়ন জয়দেব মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন লায়ন অশোক কুমার মন্ডল।