বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১২৫ তম প্রয়াণ দিবস পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন স্থানে পালন হতে দেখা গেল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১২৫ তম প্রয়াণ দিবস পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন স্থানে পালন হতে দেখা গেল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটি পালন করা হয় । ঈশ্বরচন্দ্রের জীবনী নিয়ে বিভিন্ন স্থানে বক্তারা তাদের চিন্তাধারার মত প্রকাশ করেন সামাজিক প্রেক্ষাপটের উপর। তমলুক থানার শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহিষদা গ্রামের ড্রিম কোয়েস্ট পাবলিক স্কুলে দিনটি পালন হয়। এক ভাবগম্ভীর আবহে বিদ্যাসাগরের জীবনের শেষ দিনগুলো কিভাবে কেটেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সুকুমার মাইতি, ডাইরেক্টার অভিজিৎ সামন্ত, শিক্ষয়িত্রী লালিমা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সঞ্চালিকা জানা। সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের সভাপতি সুশান্ত সামন্ত। ছাত্র ছাত্রী ছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক ও অভিভাবিকাগণ। এছাড়া কোলাঘাট পাঁশকুড়া ময়না তমলুক নন্দকুমার চন্ডিপুর সহ বেশ কয়েকটি জায়গায় দিনটি পালন হয়।