অরুণ কুমার সাউ, তমলুক , পূর্ব মেদিনীপুর : কর্মসূত্রে কেউ থাকেন কাতার,কেউ মুম্বাই, দিল্লি আবার কেউ কেউ ভিন রাজ্যে। ১৯৯০ সালের তমলুক হ্যামিল্টন হাইস্কুলের মাধ্যমিক বেচের বন্ধুরা ভুলেনি তাদের বন্ধুত্ব। কর্মসূত্রে বাইরে থাকলেও প্রতি…
অরুণ কুমার সাউ, তমলুক , পূর্ব মেদিনীপুর : কর্মসূত্রে কেউ থাকেন কাতার,কেউ মুম্বাই, দিল্লি আবার কেউ কেউ ভিন রাজ্যে। ১৯৯০ সালের তমলুক হ্যামিল্টন হাইস্কুলের মাধ্যমিক বেচের বন্ধুরা ভুলেনি তাদের বন্ধুত্ব। কর্মসূত্রে বাইরে থাকলেও প্রতিবছর ইলিশের মরশুমে হাজির হয়ে "ইলিশ উৎসব" এ মেতে ওঠেন। গত তিন বছরের মতো এবারেও পালিত হল ইলিশ উৎসব। রবিবার তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে একটি প্রেক্ষাগৃহে পালিত হলো ইলিশ উৎসব। সেই উৎসবে তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ৯০ সালের মাধ্যমিকের ৫০ জন ছাত্র মিলিত হন। সারাদিন ধরে ইলিশ উৎসবে মেতে ওঠেন তারা। এদিন ইলিশের পাঁচ ধরনের মেনু তৈরি হয়।ইলিশ ভাজা,পুইশাক দিয়ে ইলিশ, ভাপা ও সর্ষে ছাড়াও ইলিশের টক আর ইলিশের অম্বল ইলিশ রসিক বাঙালির মুখে হাসি আর জিভে জল আনে। বন্ধুত্ব সুদৃঢ় করতে তমলুকে ইলিশ উৎসব ।
মাছে ভাতে বাঙালি। আর ইলিশ হলে তো আর কথাই নেই।তমলুকে সেই ইলিশকে কেন্দ্র করে ১৭৫ বছরের পুরনো তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ১৯৯০ সালের মাধ্যমিকের ব্যাচের সবাই একত্রিত হয়ে এই উৎসব পালন করল।এই ইলিশ উৎসবে নিজেদের সেই ফেলে আসা স্কুল জীবনের সময়কে ফিরে পেলেন পঞ্চাশের কোঠায় পৌঁছে যাওয়া মানুষগুলো। পুরানো বন্ধুত্বের সম্পর্ককে বর্তমান সময়েও বজায় রাখতে ইলিশ উৎসবে মেতে উঠলেন তাঁরা।
বাঙালির ইলিশ মানে একটা নস্টালজিয়া। আর বন্ধুত্ব মানে আবেগ। এ দুটো মিলিয়ে এদিনের ইলিশ উৎসব।বন্ধুত্বের মিলনে ইলিশ উৎসবে মেতে উঠল তাঁরা। কর্মসূত্রে অনেকে দেশের বাইরে, ভিন রাজ্যে থাকলেও একসাথে মিলিত হয় এই ইলিশ উৎসবে। গত ৩ বছরের মতো এবারও ইলিশের মরশুমে ৩৪ বছর আগেকার পুরানো বন্ধুত্বের সম্পর্ক ফিরে পেতে রবিবার তমলুকের একটি প্রেক্ষাগৃহে পালিত হল এদিনের ইলিশ উৎসব। সারাদিন ধরে ইলিশের নানা পদ রান্না ও খাওয়া হলো। ইলিশের আকাশ ছোঁয়া দাম হলেও নানা ধরনের পদ রান্না করার জন্য এতোটুকুও কম ছিল না আয়োজনে।
‘হ্যামিলটন নাইনটিস' গ্রুপের সদস্য দেবাশীষ নাগ বলেন,এই ইলিশ উৎসবে নিজেদের ফেলে আসা স্কুল জীবনের সময়কে আবার ফিরে পাই। বর্তমান সময়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা খুব কঠিন হলেও আমাদের মধ্যে সবার সুসম্পর্ক বজায় রয়েছে। আর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন আগেকার পুরানো বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করে। পাশাপাশি দীপ্ত দাস বলেন, আমরা প্রত্যেকেই কর্মসূত্রে ব্যস্ত তবুও বছরের একটা দিন বন্ধুত্বের টানে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় ইলিশ উৎসবের আয়োজন করি। শুধু যে ইলিশ উৎসব করি তা নয়, বছরে বিভিন্ন সময় রক্তদান শিবির, বৃক্ষরোপণ, দরিদ্র মানুষদের বস্ত্রদান, প্রাক্তন ছাত্রদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা এধরনের সমাজ সেবামূলক, এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আগামী ৯ই আগস্ট আমরা রক্তদান শিবির, মরণোত্তর অঙ্গদান বিষয়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।
আবহাওয়ার খামখেয়ালির কারনে মৎস্যজীবীদের জালে ইলিশ ধরা না পড়ায় বাজারে ইলিশের দেখা নেই। ইলিশের দাম আকাশ ছোঁয়া তার মধ্যেও ইলিশের নানা পদের আয়োজন।
আবহাওয়ার খামখেয়ালির কারনে মৎস্যজীবীদের জালে ইলিশ ধরা না পড়ায় বাজারে ইলিশের দেখা নেই। ইলিশের দাম আকাশ ছোঁয়া তার মধ্যেও ইলিশের নানা পদের আয়োজন।
তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ৯০ সালের মাধ্যমিক পড়ুয়াদের বক্তব্য, প্রত্যেকেই কর্মসূত্রে ব্যাস্ত। বছরের একটা দিন বের করে আমরা ইলিশ উৎসবের আয়োজন করি। মরশুমের ইলিশ না পাওয়ায় বেশি দাম দিয়ে ইলিশ নিয়ে এসে আয়োজন করা। শুধু ইলিশ উৎসব নয় মাঝে মধ্যেই সমাজ সেবামূলক কাজ করা হয়। বৃক্ষ রোপণ থেকে দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।