Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলে ভারতীয় সৈনিকদের মাধ্যমে দেশপ্রেম জাগরনের বার্তা

অরুণ কুমার সাউ, চণ্ডীপুর:ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগরণের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার শ্যামসুন্দরপুর হাইস্কুলে 'জাতীয়তাবোধ, দেশপ্রেম ও আমাদের সেনানীগণ' - এই শীর্ষক এক আলোচনাসভা অনুষ…


অরুণ কুমার সাউ, চণ্ডীপুর:ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগরণের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার শ্যামসুন্দরপুর হাইস্কুলে 'জাতীয়তাবোধ, দেশপ্রেম ও আমাদের সেনানীগণ' - এই শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই আলোচনাসভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন - এলাকার দুই প্রাক্তন ভারতীয় সেনা ও একজন বর্তমান কর্মরত সেনা। 



 এই আলোচনা সভায় অডিও-ভিডিও আমন্ত্রিত সেনারা প্রেজেন্টেশনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর গঠন, কার্যাবলির পাশাপাশি নিজেদের কর্মজীবনের নানা রোমাঞ্চকর ঘটনা ও অভিজ্ঞতা অত্যন্ত আকর্ষনীয় ভাবে তুলে ধরেন। আলোচক হিসাবে স্থানীয় গ্রামেরই প্রাক্তন সেনা শ্রীপবনকুমার বেরা জানান, মূলত: ছাত্র-ছাত্রীদের, যারা আগামীদিনে আমাদের দেশের নাগরিক তাদের কাছে দেশভক্তি জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য ছিল। এত ছাত্র-ছাত্রীর মধ্যেও যদি কেউ একজনও আগামীদিনে সেনা হিসাবে যোগদান করে, তাহলেই এই রকম উপস্থাপন সার্থক হবে বলে মনে মনে করি। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীগণ যেভাবে আমাদের আপ্যায়ন করলেন ও মন দিয়ে সবই শুনলেন, তাতে আমরা অভিভূত৷ এভাবেই যদি আরও বিদ্যালয় বা সংস্থা এগিয়ে আসেন, ভালো লাগবে। প্রধান শিক্ষক অরুণাংশু প্রধান জানান, অনেকদিনের ইচ্ছে ছিল ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরে তাদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি তাদের কর্তব্যবোধে উজ্জীবিত করা। সেনারা আজ সেই কাজটিই করলেন। আমরা সবাই এতে খুব খুশি"