Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সারা বাংলা কুইজ লীগে জয়ী পূর্ব মেদিনীপুর

অরুণ কুমার সাউ, তমলুক: সারা বাংলার ক্যুইজপ্রেমীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'সুনির্মল পাইক স্মৃতি ক্যুইজ লীগ- ২০২৫' । চ্যাম্পিয়ন হল সৌরীণ জানার নেতৃত্বে টিম পুর্ব মেদিনীপুর ব্রেন ব্যাটেল। লীগের উদ্বোধন করে বিখ্যাত ক্যুইজমাষ্টার…

চ্যাম্পিয়ন দল

অরুণ কুমার সাউ, তমলুক: সারা বাংলার ক্যুইজপ্রেমীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'সুনির্মল পাইক স্মৃতি ক্যুইজ লীগ- ২০২৫' । চ্যাম্পিয়ন হল সৌরীণ জানার নেতৃত্বে টিম পুর্ব মেদিনীপুর ব্রেন ব্যাটেল। লীগের উদ্বোধন করে বিখ্যাত ক্যুইজমাষ্টার ও লেখক ইকতিয়ার আহমেদ।দক্ষিণ বারাসাতের ক্যুইজপ্রেমী পাইক পরিবার ও শুভাকাঙ্ক্ষী জনেরা প্রয়াত সুনির্মল পাইকের স্মৃতির উদ্দেশ্যে এই লীগের আয়োজন করে।
রানার্স দল

হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, নদীয়া, দক্ষিণ চব্বিশ পরগণা, উত্তর চব্বিশ পরগণা এবং বর্ধমান সহ পশ্চিমবঙ্গের ৮ টি জেলার ৮ জন ক্যুইজারকে অধিনায়ক এবং ৮ জন সিনিয়র ক্যুইজারকে  মেন্টর বানিয়ে নিলামের মাধ্যমে প্রতি দলে স্কুল ক্যুইজার, কলেজ ক্যুইজার এবং অনুর্দ্ধ-৩০ ক্যুইজার নিয়ে মোট ৮ জন করে ক্যুইজার দিয়ে ৮০ জনকে নিয়ে ৮ টি আলাদা আলাদা দল গঠন করা হয়।   ক্যুইজমাষ্টার হিসেবে উপস্থিত ছিলেন সৌগত কান্ডার, কল্লোল চৌধুরী , সৌরভ বসু, ঋত্বিক চক্রবর্ত্তী , সৌরভ পাইক  এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে বিখ্যাত ক্যুইজমাষ্টার মাননীয় সমন্বয় ব্যানার্জির প্রশ্নবাণও এই লীগের মান উজ্জ্বল করেছে ।

আটটি জেলার নামে আটটি টিমে রাজ্যের সেরা সেরা মোট আশি জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতি দলে ছিলেন একজন করে মেন্টর। আটটি দল - টিম পশ্চিম মেদিনীপুর ( পশ্চিমি ঝঞ্ঝা), টিম পুর্ব মেদিনীপুর ( ব্রেন ব্যাটেল), টিম নদীয়া ( নদীয়া নেক্সজেন), টিম হুগলী ( হুগলী কুইজ সিন্ডিকেট), টিম উত্তর চব্বিশ পরগণা ( নর্দান নাইটস), টিম হাওড়া ( থান্ডার্স ওফ হাওড়া), টিম - দক্ষিণ চব্বিশ পরগনা ( সাউদার্ন সাভান্টস) এবং টিম বর্ধমান ( বর্ধমান নাইটস)।কুইজ লীগটিতে ১২০ টি প্রশ্ন সঞ্চালনা করেন রাজ্যের স্বনামধন্য ছয়জন কুইজ মাস্টার। সারাদিন ধরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৫৫৫ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয় সৌরীণ জানার নেতৃত্বে টিম পুর্ব মেদিনীপুর ব্রেন ব্যাটেল। ৪৪০ নম্বর পেয়ে রানার্স স্বস্তিক ভৌমিক এর নেতৃত্বে টিম নদীয়া নেক্সজেন । তৃতীয় স্থান ৪৩৫ পেয়ে শৌভিক মহাপাত্রের নেতৃত্বে টিম পশ্চিম মেদিনীপুর পশ্চিমি ঝঞ্ঝা।


সারা বাংলা কুইজ লীগের দুই প্রধান উদ্যোক্তা ঋত্বিক চক্রবর্তী এবং সৌরভ কুমার পাইক বলেন - “সারা বাংলা কুইজ লীগ খেলতে রাজ্যের সেরা সেরা কুইজারদের পাশাপাশি সেরা মানের কুইজ মাস্টারগণ উপস্থিত ছিলেন দক্ষিণ বারাসতে। জেলার কুইজ মানচিত্রে এটি একটি বিশেষ দিন। আগামী দিনে জেলায় কুইজ চর্চায় বিশেষ অগ্রগতিই আমাদের প্রধান লক্ষ্য।"