Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে অভায়ার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সভা

অরুণ কুমার সাউ, তমলুক : আর জি কর মেডিকেল কলেজে গত বছর ট্রেনি ডাক্তার অভয়ার উপর নৃশংস অত্যাচার ও খুনের বিচার আজও মেলেনি।  ন্যায় বিচার , স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে ; নারীর নিরাপত্তার দাবিতে আজ 'বিচা…


অরুণ কুমার সাউ, তমলুক : আর জি কর মেডিকেল কলেজে গত বছর ট্রেনি ডাক্তার অভয়ার উপর নৃশংস অত্যাচার ও খুনের বিচার আজও মেলেনি।  ন্যায় বিচার , স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে ; নারীর নিরাপত্তার দাবিতে আজ 'বিচারহীন ৩৬৫ দিনে' 'আর জি কর-এর পাশে আমরা তমলুক বাসী'র উদ্যোগে শনিবার রাতে তমলুক শহরের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা সংগঠিত হয়। 

শোক ও শপথের অঙ্গীকারে সকলকে রাখি বন্ধন করা হয়।পাশাপাশি হাসপাতাল মোড় থেকে শহরে মশাল মিছিলও সংগঠিত হয়। প্রতিবাদ সভায় গান, আবৃত্তি, পরিবেশিত হয়। সভায় বক্তারা রাজ্য ও কেন্দ্র সরকারের মদতে পুলিশ - প্রশাসন ,সি বি আই যেভাবে অভয়ার ন্যায়বিচার দেয়নি তার প্রতিবাদে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

সাথে সাথে অভয়া সহ একের পর এক  নারকীয় ঘটনার  বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ চলবে বলে জানান। উপস্থিত ছিলেন ‘আমরা তমলুকবাসীর' পক্ষে আহ্বায়ক ডাক্তার তারাশঙ্কর সাউ, চন্দ্রিমা অধিকারী, চন্দনা জানা, শম্ভু মান্না প্রমূখ।