Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌণ হেনস্থার অভিযোগে প্রধান শিক্ষক,প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রী অভিভাবকদের

পূর্ব মেদিনীপুর ,তমলুক : দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌণ হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক,প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রী অভিভাবকদের,ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের,কপালে জুটলো দু চার…


পূর্ব মেদিনীপুর ,তমলুক : দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌণ হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক,প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রী অভিভাবকদের,ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের,কপালে জুটলো দু চার ঘা, উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডহরপুর তপসিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌণ হেনস্থা করতেন ছাত্রীদের। ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরেই। 

বেশ কয়েকজন ছাত্রী  তাদের বাড়িতে জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোন উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিতি হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। 

পুলিশের সামনেই রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে দু চার ঘা।পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা।দীর্ঘ ১ ঘণ্টা সময় অতিক্রম করলেও এখনো পুলিশের গাড়ি ঘিরে রয়েছেন স্কুল ছাত্রীরা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। 

তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়লে। তমলুক থানা পুলিশ চ্যাংদোলা করে রাস্তার দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে তুলতে গেলে ছাত্র-ছাত্রীরা বাধা দেয়। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। পরে বিশাল পুলিশবাহিনী এসে প্রধান শিক্ষক দেবদুলাল দাস এবং তার ছেলেকে তমলুক থালায়া তুলে নিয়ে যায়। স্থানীয় কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি বলেন "প্রধান শিক্ষক অন্যায় করলে তার শাস্তি হোক।"