নিজস্ব প্রতিবেদক পশ্চিম মেদিনীপুর....নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার একাদশ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজি…
নিজস্ব প্রতিবেদক পশ্চিম মেদিনীপুর....নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার একাদশ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত এই সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি, শোকপ্রস্তাব উত্থাপন করেন সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দিলীপ সাউ।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুব্রত পাত্র , তবলায় সহযোগিতা করেন সরোজ মান্না। সঙ্গীত পরিবেশন করেন মাতুয়ার মল্লিক। সম্পাদকীয় প্রতিবেদন ও জবাবী বক্তব্য পেশ করেন আঞ্চলিক শাখার সম্পাদক গৌরী শংকর সাহু।আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ তারক নাথ ভূঞ্যা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আসা ১২ জন প্রতিনিধি। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ,সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্যা সবিতা মান্না। উপস্থিত ছিলেন সংগঠনের সদর মহকুমা সভাপতি সুরেশ পড়িয়া,জেলা নেতৃত্ব বিষ্ণুপদ দে, বাদল দুয়ারী, অরূপ মাইতি, বিশ্বজিৎ প্রামাণিক,টুলটুল চৌধুরী প্রাক্তন নেতৃত্ব মধুসূদন রায়, নির্মল কুমার প্রামাণিক,সত্যকিংকর হাজারা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন পরিচালনা করেন সুদীপ কুমার খাঁড়া ও মিলন বটব্যালকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। সম্মেলনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত ও সমর্থিত হয়। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখা বিদ্যালয় ইউনিট গুলিকে পুরস্কৃত করা হয়।সম্মেলনের শেষলগ্নে আগামী তিন বছরের জন্য নতুন জোনাল কমিটি গঠিত হয়। আগামী মহকুমা সম্মেলনের জন্য প্রতিনিধির নামও নির্বাচিত হয়। এদিন সম্মেলন স্থলের নাম করণ করা হয়েছিল প্রয়াত বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি ও প্রয়াত দুই মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নামে।