পূর্ব মেদিনীপুর , তমলুক : রাখি বন্ধন উৎসব পালন করলো তমলুক শহর তৃণমূল কংগ্রেস। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টি খাওয়ালো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।
তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করল তমলুক…
পূর্ব মেদিনীপুর , তমলুক : রাখি বন্ধন উৎসব পালন করলো তমলুক শহর তৃণমূল কংগ্রেস। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টি খাওয়ালো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।
তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করল তমলুকের জেলখানা মোড়ে। তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাঁড়া সহ অন্যান্য নেতৃত্বদের হাতে রাখি পরিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা। পাশাপাশি পথ চলতি মানুষজনকেও রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন।
তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র বলেন
"রাখি বন্ধন মানে হৃদয়ের বন্ধন, সেখানে কোন জাত পাত মানে না সেটা সম্প্রীতির বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনকে ঠেকিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের মধ্য দিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাইকে একত্রিত করেছিলেন। আর আমাদের নেত্রী সেই বার্তা আজও বহন করে চলেছে। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তারা সম্প্রীতি বন্ধন এর কথা বলেছেন। সেই বন্ধন যারা অটুট রাখতে চায়না যারা জাতপাতের রাজনীতি করে আজকে আমরা সেই রাখি বন্ধন উৎসব মহাসমারহে পালন করে তাদের যোগ্য জবাব দিতে চাই, তাই এই মেলবন্ধন সম্প্রীতির বন্ধন হিন্দু মুসলিম জৈন খৃষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে রেখে আমরা বলবো শ্রেষ্ঠ সম্পদ মানুষ তার জন্যই আমাদের কাজ করলে তবেই ঈশ্বর আল্লার প্রাপ্তি আমরা পাবো।