Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুয়াডাঙ্গা হাইস্কুলে নজরুল স্মরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। শুক্রবার বিদ্যালয়ের প্রার্থনা সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে …

 


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। শুক্রবার বিদ্যালয়ের প্রার্থনা সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে এবিটিএ-আয়োজিত মহকুমা ও জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

পাশাপাশি রানী শিরোমণি নৃত্যোৎসব সফল ছাত্রীদের এবং তাদের প্রশিক্ষক রূপা বেরাকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি এদিন এবিটিএ-র রাজ্য প্রতিযোগিতায় অংশ নিতে চলা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী রিমি মুর্মু ও সানারুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, স্টাফ কাউন্সিলের সম্পাদক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা।