অরুণ কুমার সাউ তমলুক: জন্মাষ্টমীর পবিত্র লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের দামোদরপুর উৎসাহী যুবক সংঘের মহিলা পরিচালিত দুর্গোৎসবের শুভ সূচনা হল খুঁটি পূজার মাধ্যমে। রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে প্রারম্ভিক প্রস্তু…
অরুণ কুমার সাউ তমলুক: জন্মাষ্টমীর পবিত্র লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের দামোদরপুর উৎসাহী যুবক সংঘের মহিলা পরিচালিত দুর্গোৎসবের শুভ সূচনা হল খুঁটি পূজার মাধ্যমে। রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে প্রারম্ভিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছরের পূজা চতুর্থ বর্ষে পড়ল। সম্পূর্ণ গ্রামীণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গোৎসবে পূজার্চনার পাশাপাশি তাদের সংস্থা পরিচালিত অনাথ আশ্রমে অনাথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান ও তারা করে থাকে। সেই সঙ্গে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতো সামাজিক কাজগুলিও তারা প্রতি বছর করে থাকে। শুভ বিজয়ার দিন মেতে ওঠেন সিঁদুর খেলায়। গ্রামের সব বয়সের মহিলারা এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করে।
২০২২ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সন্তোষ কুমার জানার অনুপ্রেরণায় গ্রামের গৃহবধুরা একত্রিত হয়ে এই দুর্গা পূজার শুভ সূচনা করে। মহিলাদের উদ্দীপনা ও উচ্ছ্বাসে পূজার প্রত্যেকটি দিন আনন্দ মুখরিত হয়ে ওঠে। এই পূজার অন্যতম কর্মকর্তা আঙুরবালা বেরা জানান, "প্রতিবছরের মতো এ বছরও আমরা মন্ডপে সপরিবারে আনন্দ উপভোগ করে পূজোর চার-পাঁচটি দিন মায়ের আরাধনায় মেতে উঠবো। গ্রামের সকল মানুষের মঙ্গল কামনায় এই পুজো করে থাকি। আমাদের আসল লক্ষ্য হল গ্রামীণ ঐক্য বজায় রাখা।
সকল সদস্যারাই পুজোর এক একজন একএক দায়িত্ব নিয়ে সম্পূর্ণ পুজোটি উপভোগ করি।" পূজা কমিটির সম্পাদিকা অনিন্দিতা নায়েক জানান, "আমাদের এখানে এলাকার বিভিন্ন পাড়া থেকে মহিলারা একত্রিত হয়ে এই পুজোর কটা দিন সপরিবারে অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে আনন্দমুখর করে তুলি। আমরা সারা বছর অপেক্ষা করি কবে পুজো আসবে।"