Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে টীম দোস্তানার উদ্যোগে পালিত হলো বন্ধুত্ব দিবস

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল বিভেদ ভুলে একমাত্র বন্ধুত্বই পারে সুস্থ সমাজ গড়ে তুলতে। এই বার্তাকে সামনে রেখে, রবিবার বন্ধুত্ব দিবসের দিনে টীম দোস্তানার উদ্যোগে মেদ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল বিভেদ ভুলে একমাত্র বন্ধুত্বই পারে সুস্থ সমাজ গড়ে তুলতে। এই বার্তাকে সামনে রেখে, রবিবার বন্ধুত্ব দিবসের দিনে টীম দোস্তানার উদ্যোগে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে অনুষ্ঠিত হলো বন্ধুত্ব দিবসের অনুষ্ঠান। রাখীবন্ধন ও মানববন্ধনের মধ্য দিয়ে সবাই শপথ নিলেন আরো বেঁধে বেঁধে থাকারকথায়,কবিতায়,গানে গানে চায়ের আড্ডায় অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, ক্রীড়া, সংস্কৃতি, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। এদিন সম্প্রতি থাইল্যান্ড থেকে ভারোত্তোলনে আন্তর্জাতিক পদক জয়ী অনীশ সাউকে টিম দোস্তানায পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।অনীশের অনুপস্থিতিতে সম্মাননা গ্রহণ করেন অনীশের বাবা-মা পিন্টু সাউ ও পারমিতা সাউ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্রীড়া সংগঠক সুজয় হাজরা,সর্বভারতীয় যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব তাপস সিনহা, কাউন্সিলর ডাঃ গোলোক বিহারী মাঝি, কাউন্সিলর ইন্দ্রজিৎ পাণিগ্রাহী, বিশিষ্ট কবি নির্মাল্য মুখোপাধ্যায়, লেখিকা রোশেনারা খান, প্রবীণ বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সিদ্ধার্থ সাঁতরা,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী, সমাজকর্মী রিংকু চক্রবর্তী, ক্রীড়া সংগঠক সুধাময় সরকার,শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস,শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুব্রত মহাপাত্র, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন পাল,প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, প্রধান শিক্ষক সুমন রায়, প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, প্রধান শিক্ষক সুভাষ জানা, রক্তদান আন্দোলনের কর্মী অসীম ধর,প্রবীর লায়েক,চয়ন আচার,বাচিক শিল্পী পাঞ্চালি চক্রবর্তী, নরোত্তম দে,স্বাগতা পান্ডে, চিত্তরঞ্জন দাস, অনিন্দিতা শাসমল,নৃত্যশিল্পী সোমা চট্টরাজ, শমীক সিংহ, রাজনারায়ণ দত্ত সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, অনামিকা তেওয়ারি,দীপেশ দে, অধ্যাপক শান্তনু পান্ডা, শিক্ষক মণি কাঞ্চন রায়,প্রাক্তন ফুটবলার সুশান্ত কুমার ঘোষ, সমাজকর্মী সুমন চ্যাটার্জী,

শিক্ষিকা পাপিয়া চৌধুরী, শ্রাবনী নাগ,সমাজকর্মী রীতা বেরা, সুজাতা সামন্ত দোলাই, গোপাল সাহা, অভ্রজ্যোতি নাগ, হাফিজুর রহমান, সুরজিৎ সরকার, প্রসূন দে,মণিদীপা পাল, সবিতা মান্না,সোভানা পারভীন, শিবানী পাল, ইন্দ্রদীপ সিনহা, অর্ণব দাস,সনাতন শীট,নিতাই রক্ষিত, প্রদ্যুৎ মাইতি ,সৌনক সাউ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। টীম দোস্তানার পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত, শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক বিপ্লব আর্য, শিক্ষক আসেকুল রহমান, শিক্ষক গোলাম নবী,প্রতিমা রানা সহ অন্যান্যরা। আয়োজকদের পক্ষে শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত বলেন সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে তাঁরা প্রতিবছর এই দিনটি পালন করে থাকেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অখিলবন্ধু মহাপাত্র ও কুমারেশ দে।