অরুণ কুমার সাউ, তমলুক: প্রয়াত লেখক ও গবেষক শিক্ষক ড. মৌসম মজুমদারের স্মৃতিতে তাঁকে উৎসর্গ করে যুদ্ধবিরোধী কবিতা সংকলন 'বারুদমুক্ত বাষ্পকথা' প্রকাশিত হলো। এই কবিতা সংকলনে মোট ৫০ জন আমন্ত্রিত কবির লেখা কবিতা প্রকাশিত হয়ে…
অরুণ কুমার সাউ, তমলুক: প্রয়াত লেখক ও গবেষক শিক্ষক ড. মৌসম মজুমদারের স্মৃতিতে তাঁকে উৎসর্গ করে যুদ্ধবিরোধী কবিতা সংকলন 'বারুদমুক্ত বাষ্পকথা' প্রকাশিত হলো। এই কবিতা সংকলনে মোট ৫০ জন আমন্ত্রিত কবির লেখা কবিতা প্রকাশিত হয়েছে। কবিদের তালিকায় আছেন বাংলাদেশ সহ বহির্বিশ্বের আমন্ত্রিত কয়েকজন কবি। সংকলনটি যুগ্মভাবে সম্পাদনা করেছেন লেখক , লোকসংস্কৃতি গবেষক ভাস্করব্রত পতির সঙ্গে ড. প্রসূন কুমার পড়িয়া। লেখক ভাস্কর ব্রত পতি বলেন, বিশ্বজুড়ে ঘটমান যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছি, বারুদ মুক্ত বাষ্প কথাগুলি আজ আমাদের যুদ্ধের বিরুদ্ধে হাতিয়ার। আমাদের সামান্য শক্তি নিয়েই এই মরণ মুখী যুদ্ধের প্রতিবাদে সমাজের সুস্থ সবল সংস্কৃতি প্রিয় কবি সাহিত্যিকদের কলম হাতিয়ার হয়ে উঠেছে যুদ্ধবাজদের অস্ত্র- এর বিরুদ্ধে।
ড. প্রসূন কুমার পড়িয়া বলেন ড. মৌসম মজুমদার নেই এ কথা বিশ্বাসই হয় না, তাকে এই কবিতা সংকলনটি উৎসর্গ করা হলো। প্রয়াত লেখকের স্মরণে তমলুকের প্রত্যাশা গেস্ট হাউসে বই প্রকাশের পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবির ও ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে ২৮৫ জন রক্ত দান করেন এবং পাঁচ জন মহিলা চুল দান করেন। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং আস্তাড়া স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের সহযোগিতায় এই মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক নারায়ণ মিদ্যা, সাহিত্যিক লেখক সুস্নাত জানা, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার দয়ানন্দ গরানী, ক্যাকটাস বাংলা ব্যান্ডের গায়ক সিদ্ধার্থ রায়, লেখক আরিফ ইকবাল খান, কবি সুজিত ভৌমিক,ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিকে সার্থক এবং সর্বাঙ্গসুন্দর করে তোলার জন্য সংগঠন এর সভাপতি ড. রিঙ্কু চক্রবর্তী ও সম্পাদক সুজন বেরা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।