Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনদপ্তরের তৎপরতায় অসুস্থ হনুমান উদ্ধার

অরুণ কুমার সাউ, হলদিয়া: আজ সকালে একটি হনুমান হলদিয়ার পুর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামের বিনয় পট্টনায়েকের বাড়ির দরজার কাছে বসে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকার ফলে এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়ে। পরে জানা যায় যে হনুমানটি…


অরুণ কুমার সাউ, হলদিয়া: আজ সকালে একটি হনুমান হলদিয়ার পুর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামের বিনয় পট্টনায়েকের বাড়ির দরজার কাছে বসে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকার ফলে এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়ে। পরে জানা যায় যে হনুমানটি পড়ে গিয়ে  পেছনের বাম পা ভেঙে গেছে। তাই চলতেও পারছিল না। সুতাহাটার পূর্ব শ্রীকৃষ্ণপুর বি টি এম বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মতিলাল দাস জানান স্কুলে যাওয়ার সময় দেখি অসুস্থ হনুমানকে ঘিরে যথেষ্ট ভিড়। এরপর ঐ শিক্ষক বন দপ্তরের ফোন করেন।

বনদপ্তরের কর্মীরা বৃষ্টিতে ভিজে ভিজে এসে দীর্ঘক্ষন চেষ্টা করে হনুমানকে বাগে আনতে সক্ষম হয়। পরে খাঁচা বন্দী করে চিকিৎসার জন্য নিয়ে যায়। বনদপ্তর সূত্রের খবর বর্তমানে হনুমানটির চিকিৎসা চলছে। এলাকার মানুষজন শিক্ষক মতিলাল দাস এবং বালুঘাটার বন দপ্তরের কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।