অরুণ কুমার সাউ, কাঁথি : একটি গাছ, মায়ের মতো। মা যেমন আমাদের জীবন দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। তেমনিভাবে গাছ ও আমাদের বাঁচিয়ে রাখে খাদ্য, অক্সিজেন, ইত্যাদি নানান উপাদান দিয়ে। তাই একটি গাছ মায়ের সমান -এই উদ্দেশ্যকে সামনে রেখে পূর…
অরুণ কুমার সাউ, কাঁথি : একটি গাছ, মায়ের মতো। মা যেমন আমাদের জীবন দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। তেমনিভাবে গাছ ও আমাদের বাঁচিয়ে রাখে খাদ্য, অক্সিজেন, ইত্যাদি নানান উপাদান দিয়ে। তাই একটি গাছ মায়ের সমান -এই উদ্দেশ্যকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হলো ‘এক পেড় মা কে নাম ' কর্মসূচি।
আজ বিদ্যালয়ের ১০ জন ছাত্রছাত্রী ও সাথে তাদের মায়েরা মিলিতভাবে বিদ্যালয় ক্যাম্পাসেই দশটি গাছ লাগালেন। আসলে এটি যেমন একটি সরকারি কর্মসূচি সাথে এই পরিবেশকে বাঁচানোর একটি পদক্ষেপও বটে। কারণ আমরা জানি একটি গাছ অনেকগুলি প্রাণ।
তাই আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে এই পরিবেশকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত রাখার জন্য সুস্থ রাখার জন্য দশটি গাছ নয় সাথে আরও বেশ কিছু গাছ লাগানো হয়। সেই সাথে সকল শিশুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয় যে পরিবেশকে সুস্থ রাখতে গেলে পরিবেশে গাছ একান্ত প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ মাইতি বলেন, আজ কর্মসূচির হিসেবে দশ জন ছাত্র, ১০ জন মা দশটি গাছ বিদ্যালয়ের প্রাঙ্গণে লাগালেন । এটি কেবল একটি কর্মসূচি নয় এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বার্তা দেয়া হয়েছে।
কর্মসূচি প্রতীকী হিসেবে বিদ্যালয়ের প্রাঙ্গণে দশটি গাছ লাগানো হলেও প্রত্যেক ছাত্রকে একটি করে গাছ দেওয়া হয় তারা যেন বাড়িতে গিয়ে লাগায়। চতুর্থ শ্রেণীর এক ছাত্রের অভিভাবিকা দেবাঞ্জলি পন্ডা বলেন, বিদ্যালয় থেকে যে সমস্ত সামাজিক কর্মসূচি গুলি গ্রহণ করা হয় তার মধ্যে অন্যতম হলো এই কর্মসূচি। এখান থেকে ছাত্ররা শিক্ষা লাভ করছে একটি গাছ মায়ের সমান।
গাছ আমাদের কি উপকার করে সেটা ছাত্রদের সামনে যেমন তুলে ধরা হয়েছে ঠিক তেমনিভাবে পরিবেশে গাছ থাকাটা কতটা জরুরী এই কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে তুলে ধরেন। বিদ্যালয়ের এ ধরনের কর্মসূচিতে সকল অভিভাবকরা অভিভূত।