অরুণ কুমার সাউ,তমলুক: স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট নেতা সুকুমার সেনগুপ্তের ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত …
অরুণ কুমার সাউ,তমলুক: স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট নেতা সুকুমার সেনগুপ্তের ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে এই কর্মসূচির শুভ সূচনা হয়। বিশিষ্ট লোকসংগীত শিল্পী শুভেন্দু মাইতি এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে মোট ২১৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা এই ধরনের আয়োজনে একটি উল্লেখযোগ্য সাফল্য।
পাশাপাশি, ৬০ জন মানুষ মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করেন, যা মানব কল্যাণে তাঁদের গভীর দায়বদ্ধতার প্রতিফলন। বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় বিশিষ্ট বাম নেতারা উপস্থিত ছিলেন। এই সভায় পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেশ কিছু কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের শিক্ষাক্ষেত্রে সাফল্যকে স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও, শিক্ষা, সংস্কৃতি এবং জনকল্যাণে বিশেষ অবদান রাখার জন্য তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মান জানানো হয়।সংস্থাগুলি হল দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং হাঁসচরা ইউথ ফোরাম। তাদের নিঃস্বার্থ সমাজসেবার জন্য এই সম্মান প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট লোক গণসংগীত শিল্পী কাজী কামাল নাসের উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তা হিসেবে শ্রীদীপ ভট্টাচার্য এবং সুদিন চট্টোপাধ্যায় মূল্যবান বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সুকুমার সেনগুপ্তের আদর্শ ও জনকল্যাণের প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে।


