পূর্ব মেদিনীপুর , তমলুক:পাঁশকুড়ার ঘটনায় জাহির আব্বাস খানকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল এব্রার বলেন "গতকাল অভিযোগের ভিত্তিতে জাহির আব্ব…
পূর্ব মেদিনীপুর , তমলুক:পাঁশকুড়ার ঘটনায় জাহির আব্বাস খানকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল এব্রার বলেন "গতকাল অভিযোগের ভিত্তিতে জাহির আব্বাস খানকে গ্রেফতার করা হয়। দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয়েছিল তমলুক আদালতে। বিচারক ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্য সংগ্রহ কাজ চলছে।"