Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন স্থানে বিদ্যাসাগরের জন্মদিন পালন

বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন স্থানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় - এর ২০৬ তম জন্মদিন ও কথায় গানে দুর্গাবন্দনা ( শারদ অর্ঘ্য ) পালিত হল শুক্রবার। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মহিষদ…


বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা জুড়ে বিভিন্ন স্থানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় - এর ২০৬ তম জন্মদিন ও কথায় গানে দুর্গাবন্দনা ( শারদ অর্ঘ্য ) পালিত হল শুক্রবার। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মহিষদা র কার্লভাট বাস স্টপ সন্নিকটস্থ একটি স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সুকুমার মাইতি, ডিরেক্টর অভিজিৎ সামন্ত প্রমুখ। শারদ উৎসবের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করেন সায়নী চন্দ্র, সঞ্চালিকা জানা, লালিমা চক্রবর্তী, ভবন মাইতি প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় গান, নাচ, দুর্গাওকার্তিক সাজো প্রতিযোগিতা। পৌরোহিত্য করেন সুশান্ত সামন্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সহ সভাপতি মিতা সামন্ত। কোলাঘাট ব্লকের প পুলশিটাতে বিদ্যাসাগর পাঠাগারে আজকের দিনটি পালন হয় । মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট শিক্ষক আনন্দ হান্ড থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা। এছাড়াও পাঁশকুড়া তমলুক ময়না সহ বিভিন্ন ব্লকে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের দিনটি পালন হয়।