Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর কটা দিন অতি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তৎপর

পূর্ব মেদিনীপুর , তমলুক: বাংলার শারদ উৎসবে অসুর বৃষ্টির হানা! অন্তত আলিপুর হওয়া অফিসের নিদান এমনি। আর সেই মেনেই এই সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এক দিকে ডিভিসির জল ছাড়া নিয়ে যেমন নজর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রদাসনের। ঠি…


পূর্ব মেদিনীপুর , তমলুক: বাংলার শারদ উৎসবে অসুর বৃষ্টির হানা! অন্তত আলিপুর হওয়া অফিসের নিদান এমনি। আর সেই মেনেই এই সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এক দিকে ডিভিসির জল ছাড়া নিয়ে যেমন নজর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রদাসনের। ঠিক তেমনি নজর রয়েছে এই দুর্যোগের ফলে যেন পুজো উদ্যোক্তা সহ সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। সব রকম ভাবে প্রস্তুত থাকছে প্রশাসন। খোলা হচ্ছে কন্ট্রোল রুম।প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকেও। পুজোয় কমিটি গুলো যে রাস্তার গেট করে। বা মণ্ডপ সেই দিকেও বিশেষ নজর থাকবে আমাদের। সর্বপরি  এই পুজোর আমাদের অফিস খোলা থাকবে আমি নিজে বসে থেকে মনিটরিং করবো।