পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া : অভয়া কান্ডের ছায়া এবার পাঁশকুড়ায়!! পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালেরই স্বাস্থ্য কর্মীকে ধর্ষনের অভিযোগ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে,ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।আবারো একবার …
পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া : অভয়া কান্ডের ছায়া এবার পাঁশকুড়ায়!! পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালেরই স্বাস্থ্য কর্মীকে ধর্ষনের অভিযোগ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে,ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।
আবারো একবার অভয়া কান্ডের ছায়া পাঁশকুড়ায়। পাঁশকুড়া পিতপুর হাসপাতাল যেটি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে হাসপাতালেরই এক সাস্থ্য কর্মীকে ধর্ষণের দায়ে পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন জহির আব্বাস খান নামক হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার।
স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার ওই অভিযুক্ত। স্বাস্থ্যকর্মীটি জানিয়েছেন দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খান রিলাইবেল প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন। এবং তারপর থেকেই ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্য কর্মীকে কুপ্রস্তাব দিতেন। এমনকি ভয় দেখাতেন। সন্দেহ হওয়াতে ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসান।
তারপরে কুকীর্তি সামনে আসে। হাসপাতালের অন্যান্য স্বাস্থ্য কর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। অভয় পেয়ে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা স্বাস্থ্যকর্মী। ওই মহিলা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন তিনি একা ভুক্তভোগী নন। আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছেন অভিযুক্ত। তারা ভয়ের কারণে মুখ খোলেননি।
অভিযোগের ভিত্তিতেই পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জাহির আব্বাস খান। এই ঘটনায় বিজেপি যেমন বিক্ষোভ দেখিয়েছে পাঁশকুড়া থানায় তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্তের শাস্তির দাবি করেছে।