পূর্ব মেদিনীপুর , তমলুক : পিতৃ পক্ষের অবসান দেবিপক্ষে সূচনার সন্ধিক্ষণে তমলুকের রূপনারায়ণ নদীতে পূর্বপুরুষদের জন্য তর্পণ করছেন। মহালয়ার পূর্ণ লগ্নে তমলুক শহরের রূপনারায়ণ নদীতে সাধারণ মানুষ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় …
পূর্ব মেদিনীপুর , তমলুক : পিতৃ পক্ষের অবসান দেবিপক্ষে সূচনার সন্ধিক্ষণে তমলুকের রূপনারায়ণ নদীতে পূর্বপুরুষদের জন্য তর্পণ করছেন। মহালয়ার পূর্ণ লগ্নে তমলুক শহরের রূপনারায়ণ নদীতে সাধারণ মানুষ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করছেন। জোয়ার না থাকার কারণে সাধারণ মানুষ অনেক দূর হেঁটে গিয়ে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। তমলুক থানার পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
