নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : ভিন্ন ভিন্ন যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করলো আনিশা স্কুল ফর যোগ কালচারের দুজন শিক্ষার্থী।
আনিশির শিক্ষার্থী কৌস্তুভ ব্যানার্জি ডি এ ভি স্কুল সমূহের রিজিওনাল যোগাসন প্রতিযোগিতায় ব্যক্তিগত আর্টিস…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : ভিন্ন ভিন্ন যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করলো আনিশা স্কুল ফর যোগ কালচারের দুজন শিক্ষার্থী।
আনিশির শিক্ষার্থী কৌস্তুভ ব্যানার্জি ডি এ ভি স্কুল সমূহের রিজিওনাল যোগাসন প্রতিযোগিতায় ব্যক্তিগত আর্টিস্টিক যোগাসন অনুর্ধ ১৯ বিভাগে প্রথম স্থান এবং ট্রাডিশনাল দলগত ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে একই সঙ্গে টুর্নামেন্টের একক সর্বোচ্চ নম্বর অর্জন করেছে(১৪৮/১৫০)।পরবর্তী প্রতিযোগিতা দিল্লিতে অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে।
আনিশার অপর শিক্ষার্থী অনুষ্কা গুপ্ত সি আই এস সি ই এর পক্ষ থেকে যোগাসনে ন্যাশনাল প্রতিযোগিতার জন্য হরিদ্বারে সিলেকশনে ক্যাম্পে ফরোয়ার্ড ব্লেন্ডিং বিভাগে প্রথম এবং রিদিমিক প্যেয়ার-এ প্রথম হয়েছে।
অনুষ্কা অনুর্ধ-১৯ বালিকা বিভাগে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ লা অক্টোবর অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়াতে যোগাসনে দেশের ৬ষ্ঠ ন্যাশনাল যোগাসন স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।