শিরোনাম -"ভোর ঠিক হবে" কলমে-জয়া গোস্বামী তারিখ-১৯-০৯-২০২৫
একদিন জেনো রাতের আঁধার ঠিকই যাবে ঘুচে,সেইদিন সকল দুঃখ কষ্ট যাবে একদম মুছে।নতুন সকাল হবে তখন পুবে হাসবে রবি,মনে বিশ্বাস আছে স্বচ্ছ হবে সকল ছবি।
প্রভাত পাখির কাকলিত…
শিরোনাম -"ভোর ঠিক হবে"
কলমে-জয়া গোস্বামী
তারিখ-১৯-০৯-২০২৫
একদিন জেনো রাতের আঁধার ঠিকই যাবে ঘুচে,
সেইদিন সকল দুঃখ কষ্ট যাবে একদম মুছে।
নতুন সকাল হবে তখন পুবে হাসবে রবি,
মনে বিশ্বাস আছে স্বচ্ছ হবে সকল ছবি।
প্রভাত পাখির কাকলিতে মুখরিত হবে,
দুর্দিনগুলো এমন করে সঙ্গে নাহি রবে।
উচ্ছৃঙ্খল এই জীবন যাপন আর তো থাকবে না রে!
রক্ষাকর্তা হয়ে আসবে অবতার এক দ্বারে।
হানাহানি, মনের দ্বন্দ্ব, সবাই যাবে ভুলে।
সকল গ্লানি মুছে নৌকা ফিরবে আবার কূলে।
সকল হিংসা, সকল বিদ্বেষ, সব কালিমা মুছে,
অত্যাচারীর সব ব্যাভিচার একদম যাবে ঘুচে।
সেদিন হবে এই সমাজটা সকল কলুষ মুক্ত!
একদিন সবার টুটবে নিদ্রা রবে না কেউ সুপ্ত!
থাকবে না এই গহীন আঁধার ফুটবে নতুন আলো,
ঘুচে যাবে সব তমশা, মুছবে সকল কালো।
আসবে সুদিন নিশ্চয় একদিন, সেই অপেক্ষায় আছি।
ইচ্ছে করে আবার আমরা বাঁচার মত বাঁচি।
দিইনি নিভতে হাজার ঝড়েও বিশ্বাসের ঝাড়বাতি,
এসো প্রভু ত্বরা করে, এসো রাতারাতি!
