কবিতা - স্বর্গের সিঁড়ি কলমে 🖊 স্ব প ন গা য়ে নতারিখ – ১৯/০৯/২০২৫*************************
পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে বুঝতে পারি -কিন্তু কি করতে পারি আমি?সবটাই যে উপরওয়ালার হাতে।
হাত থেকে বেরিয়ে গেছে সব অঙ্গীকার স্বর্গে…
কবিতা - স্বর্গের সিঁড়ি
কলমে 🖊 স্ব প ন গা য়ে ন
তারিখ – ১৯/০৯/২০২৫
*************************
পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে
বুঝতে পারি -
কিন্তু কি করতে পারি আমি?
সবটাই যে উপরওয়ালার হাতে।
হাত থেকে বেরিয়ে গেছে সব অঙ্গীকার
স্বর্গের সিঁড়ি পেয়েও হাতছাড়া
রঙমশালও আজ বিবর্ণ -
কালো ধোঁয়ায় আচ্ছন্ন হৃদয়ের উঠোন।
স্পর্শ না করেও বুঝতে পারি সব
ব্যর্থ মানুষের বিলাসিতা করতে নেই
বন্ধ দরজায় ঠক ঠক শব্দ -
দেখি, কান্নাগুলো জোছনা আলোয় ছটফট করছে!
*****
