এসেছে শরৎ 💚কলমে, মিঠু ভট্টাচাৰ্য আকাশ বীনার ঝঙ্কারেতে বাজে নুপুর ধ্বনি,রোদ ঝলমল প্রকৃতির কোলে এলো আগমনী। 💚নীল আকাশের দোদুল ভেলা মেঘের পারে এসে,কাশের বন এ শিউলি তলায় শারদলক্ষী বসে। 🌹তাল পল্লবী মাধবী বিতান গায় যে ইমন রাগ,এসেছে …
এসেছে শরৎ 💚
কলমে, মিঠু ভট্টাচাৰ্য
আকাশ বীনার ঝঙ্কারেতে বাজে নুপুর ধ্বনি,
রোদ ঝলমল প্রকৃতির কোলে এলো আগমনী। 💚
নীল আকাশের দোদুল ভেলা মেঘের পারে এসে,
কাশের বন এ শিউলি তলায় শারদলক্ষী বসে। 🌹
তাল পল্লবী মাধবী বিতান গায় যে ইমন রাগ,
এসেছে শরৎ শঙ্খরবে অরুন রথের ডাক। ❤️
কাঁপন লাগে বাতাসেতে শিশিরে অশ্রু কণা,
ঢাকের বাদ্দি শুনছি যেন শরৎ সুরের বীনা। 💞
অশ্বিনেরই আঙিনাতে এসেছে শরৎ ধরায়,
প্রভাতী সুরে ঝঙ্কারেতে নয়ন ভুলানো ছড়ায়। 🌹
এসেছে শরৎ হিমের পরশ কবি র ভাষায় শারদীয়ার রাতে ,
মা আসছেন দুয়ারে তিনি শিশির ভেজানো প্রাতে। ❤️
আলোয় পাগল সমীরণ বাজে নবীন সুরের লীলা,
শারদলক্ষী মহামায়া র আগমনীর বেলা। 💚