Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কড়িয়াশোল হাইস্কুলে দুদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-১ নং ব্লকের কড়িয়াশোল হাইস্কুলে দুদিন ধরে ' অনুষ্ঠিত হচ্ছে মুক্তধারা নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবার বিকাশের এই উৎসব…

 


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-১ নং ব্লকের কড়িয়াশোল হাইস্কুলে দুদিন ধরে ' অনুষ্ঠিত হচ্ছে মুক্তধারা নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবার বিকাশের এই উৎসবের নামকরণ করা হয়েছে মুক্তধারা নাম। এই কর্মসূচির প্রথম দিনে বুধবার বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবসে অনুষ্ঠিত হলো রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান শিবির।

পাশাপাশি অনুষ্ঠিত হয় সর্প ও হস্তী সচেতনতা শিবির। প্রদীপ প্রজ্জ্বলন ও প্রীতিলতা, বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমীক পাত্র। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী বিজন চন্দ্র মাহাত, বিদ্যালয়ের সভাপতি,শ্যামাপদ পন্ডিত,  

বিশিষ্ট সমাজকর্মী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, 

বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ পাল, সমাজকর্মী শিক্ষক অরিন্দম দাস প্রমুখ।


এদিন রক্তের গ্রুপ নির্ণয় শিবির ও রক্তদান শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সুবর্ণ রৈখিক পরিবার আমারকার ভাষা আমারকার গর্ব, আকাশ ফুড প্রোডাক্টস্ ,অমিতাভ দেব সহঅন্যান্যরা। এদিন ২৬০ জন্য ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই এলাকায় প্রথমবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দেন ৩৭ জন রক্তদাতা।

সর্প ও হস্তী বিষয়ক সচেতনতা শিবিরে আলোচনা করেন শিক্ষক অরিন্দম দাস। অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এলাকার বিধায়ক দীনেন রায় এবং খড়গপুর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুর্মু,বিডিও সৌমেন দাস। ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই কর্মসূচির দ্বিতীয় দিন বিদ্যাসাগরের জন্মদিনে অনুষ্ঠিত হবে বিজ্ঞান মডেল ও হস্তশিল্প প্রদর্শনী,

দেওয়াল পত্রিকা প্রকাশ,খাদ্য মেলা, শিক্ষা বিষয়ক আলোচনা সভা, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন খড়্গপুর আই আই টির অধ্যাপক ড.ভানুভূষণ খাটুয়া, বিশিষ্ট সাহিত্যিক অনিন্দ্য সৌরভ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।প্রথম দিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমীক পাত্র।