Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খঞ্চিতে কলাকুঞ্জ সাংস্কৃতিক সংঘের ১৫তম বর্ষে ‘ আগমনী আলো ’ সাংস্কৃতিক সন্ধ্যা

অরুণ কুমার সাউ,খঞ্চি : শিল্প-সংস্কৃতির চর্চাকে বুকে নিয়ে খঞ্চিতে অনুষ্ঠিত হলো কলাকুঞ্জ সাংস্কৃতিক সংঘের ১৫তম বর্ষের সাংস্কৃতিক সন্ধ্যা – ‘ আগমনী আলো ’। আসন্ন শারদ উৎসবের আবহে রঙিন পরিবেশের মধ্যেই নৃত্য, গান, কবিতা ও আবৃত্তির আসর…


অরুণ কুমার সাউ,খঞ্চি : শিল্প-সংস্কৃতির চর্চাকে বুকে নিয়ে খঞ্চিতে অনুষ্ঠিত হলো কলাকুঞ্জ সাংস্কৃতিক সংঘের ১৫তম বর্ষের সাংস্কৃতিক সন্ধ্যা – ‘ আগমনী আলো ’। আসন্ন শারদ উৎসবের আবহে রঙিন পরিবেশের মধ্যেই নৃত্য, গান, কবিতা ও আবৃত্তির আসরে অংশগ্রহণ করল প্রায় শতাধিক ক্ষুদে শিল্পী। প্রকৃতির ভ্রুকুটি উপেক্ষা করে শিল্প ও সাহিত্যের এই আসরে দর্শক-শ্রোতার ঢল নেমে আসে। সবশেষে ছিল এক বাংলা ব্যান্ড ‘ বাউন্ডুলে '।  

অনুষ্ঠানের কর্ণধার সমীরন দাস জানান, - শিল্প-সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মকে আলোর পথ দেখায়, তাই প্রতিবছরই আমরা এই আয়োজন করি। সংঘের পক্ষে আয়োজক কৌশিক জানা বলেন, চার শতাধিক অভিভাবক-অভিভাবিকা ও অসংখ্য সাধারণ দর্শক উপস্থিত থেকে ক্ষুদে শিল্পীদের উৎসাহিত করেছেন। অনুষ্ঠানের সাফল্যের পেছনে সায়ন বক্সি, সায়ন ভীম, শুভঙ্কর হাজরা, সুরজ মাইতি, শুভ বেরা, কুন্তল বেরা সহ সংঘের তরুণ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ছিল অনস্বীকার্য। তাঁদের প্রাণপাত প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই এবারের অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পেয়েছে।দর্শকদের উচ্ছ্বাস, শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা ও আয়োজকদের আন্তরিকতায় খঞ্চির সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন করে ছড়িয়ে পড়ল উৎসবের আবহ।