Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় আইনি সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, কেশপুরঃপশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সচিব  শাহিদ পারভেজ (সিনিয়র ডিভিশন সিভিল জাজ)-এর নির্দেশে মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সমাজের অন্যতম গুরুতর স…


নিজস্ব সংবাদদাতা, কেশপুরঃপশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সচিব  শাহিদ পারভেজ (সিনিয়র ডিভিশন সিভিল জাজ)-এর নির্দেশে মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সমাজের অন্যতম গুরুতর সমস্যা বাল্যবিবাহ এবং নারী পাচার বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাগারিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শ্রী অলিপ বাবু, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সেখ রিয়াজুল, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। বক্তারা বাল্যবিবাহের কুফল এবং নারী পাচারের ভয়াবহ দিকগুলি তুলে ধরে সমাজকে আরও সচেতন করার আহ্বান জানান।


উল্লেখ্য, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়ে সময়ে এ ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে সমাজ থেকে অনৈতিক কাজ ও অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে পারে।